বই পড়া (নবম-দশম শ্রেণি)

Table of Contents

নবম দশম শ্রেনীর পড়াশুনা

বাংলা প্রথম পত্র


১. সুশিক্ষিত লােক মাত্রই অশিক্ষিত ‘ — উক্তিটি কার?

ক) প্রমথ চৌধুরীর
খ) মােতাহের হােসেন চৌধুরীর
গ) মুহম্মদ শহীদুল্লাহর
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

২. প্রমথ চৌধুরীর মতে, আমাদের শিক্ষিত সমাজের
লােলুপদৃষ্টি আজও কিসের ওপর পড়ে রয়েছে?

ক) সম্মানের
খ) অর্থের
গ) প্রতিপত্তির
ঘ) সম্পদের

৩. মানুষের আত্মাকে বাঁচাতে গেলে কী করতে হবে?

ক) উচ্চশিক্ষিত হতে হবে
খ) শরীরের প্রতি লক্ষ রাখতে হবে
গ বিনােদনপ্রিয় হতে হবে
ঘ) মনের দাবি পূরণ করতে হবে

৪. শিক্ষার সম্প্রধান অঙ্গ কোনটি?

ক) খবরের কাগজ পড়া
খ) লাইব্রেরি গড়ে তােলা
গ) সাহিত্যচর্চা
ঘ) কর্ম-অনুশীলন

৫. ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়’– এই উক্তিটি
কোন প্রসঙ্গে করা হয়েছে?

ক) আমাদের রােগ-ব্যাধি সম্পর্কে
খ) আমাদের অশিক্ষা ও কুসংস্কার সম্পর্কে
গ) আমাদের শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে
ঘ) আমাদের কু অভ্যাস সম্পর্কে

৬. মনের দাবি রক্ষা না করলে কী বাঁচে না?


ক) জীবন
খ) আত্মা
গ) মনুষ্যত্ব
ঘ) বিবেক

৭. যিনি যথার্থ গুরু তিনি কী করেন?

ক) শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন
খ) শিষ্যের মঙ্গল কামনা করেন
গ) শিষ্যের মানসিক বৃদ্ধি ঘটাতে পারেন
ঘ) শিষ্যকে সত্যিকার শিক্ষা দিয়ে থাকেন

৮. ‘ জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ এখানে ‘ মন সাপেক্ষ অর্থ কী?

ক) মনের আনন্দ
খ) মনের কামনা
গ) মননের চর্চা
ঘ) মনের কল্পনা

৯. “ যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভড়েও বাণী— এ কথার অর্থ কী?

ক) ধনার্জন জ্ঞান সাপেক্ষ
খ) জ্ঞানার্জন ধন সাপেক্ষ
গ) বিষয় দুটো পরিপূরক
ঘ) গরিবের ঘােড়া রােগ

১০. ভড়েও ভবানী’ কথাটির অর্থ কী?

ক) রিক্ত
খ) প্রাচুর্য
গ) অলসতা
ঘ) পরিশ্রমী

১১. ‘বই পড়া’ প্রবন্ধের মূল উপজীব্য কী?

ক) দেশের ভুল শিক্ষা পদ্ধতি ব্যাখ্যা করা
খ) সাহিত্যচর্চার প্রতি গুরুত্বারােপ
গ) জনগণকে বই কেনার প্রতি উদ্বুদ্ধ করা
ঘ) ঘরে ঘরে লাইব্রেরি গড়ে তােলা

১২. ‘বই পড়া’ প্রবন্ধটির উৎস কী?

ক) বীরবলের হালখাতা
খ) চার ইয়ারী কথা
গ) প্রবন্ধ সংগ্রহ
ঘ) নীললােহিত

১৩. প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন কবে?

ক) ৭ আগস্ট, ১৮৬১
খ) ৭ আগস্ট, ১৮৬৪
গ) ৭ আগস্ট, ১৮৬৮
ঘ) ৭ অক্টোবর, ১৮৭০

১৪. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোন জেলায়?

ক) বরিশাল
খ) নদীয়া
গ) যশোর
ঘ) পাবনা

১৫. প্রমথ চৌধুরীর প্রাতিষ্ঠানিক শিক্ষা –

i. ইংরেজি সাহিত্যে এম.এ.

ii. বাংলা সাহিত্যে স্নাতক

iii. বিলাত থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii

১৬. বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকাটি?

ক) কল্লোল
খ) সবুজপত্র
গ) সংবাদ প্রভাকর
ঘ) শিখা

১৭. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?

ক) বীরবল
খ) ভানুসিংহ
গ) নীললোহিত
ঘ) কমলাকান্ত

১৮. কোন বইটি প্রমথ চৌধুরীর লেখা নয়?

ক) আহুতি
খ) শেষ প্রশ্ন
গ) সনেট পঞ্চাশৎ
ঘ) রায়তের কথা

১৯. প্রমথ চৌধুরী শেষনিঃশ্বাস ত্যাগ করেন কোথায়?

ক) ঢাকায়
খ) যশোরে
গ) লন্ডনে
ঘ) কলকাতায়

২০. প্রমথ চৌধুরীর মতে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?

ক) সাহিত্য রচনা
খ) জ্ঞান অর্জন
গ) বই পড়া
ঘ) গান গাওয়া

২১. কোন উক্তিটি প্রমথ চৌধুরীর নয়?

ক) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
খ) পাশ করা বিদ্যাকে প্রকৃত শিক্ষা বলি না
গ) ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়
ঘ) দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না

২২. প্রমথ চৌধুরী মনগঙ্গার তোলা জল বলেছেন –

i. দর্শনকে

ii. বিজ্ঞানকে

iii. সাহিত্যকে

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও।

“রবীন্দ্রনাথ, নজরুল স্কুল পালানো ছেলে ছিলেন- এ কথা আমরা সবাই জানি। তবে সেই সাথে একটা কথা মনে রাখা জরুরি যে, স্কুল পালালেও, পড়া থেকে কিন্তু তাঁরা পালিয়ে যান নি। প্রথিতযশা সাহিত্যিক, রাজনীতিবিদ, দার্শনিকদের মাঝে এমন অনেকেই আছেন যাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষার দৌড় বেশিদূর না হলেও জ্ঞানের রাজ্যে তাঁদের অবাধ বিচরণ। তাঁদের অবদানেই যুগে যুগে সমৃদ্ধ হয়েছে দেশ ও জাত

২৩. উদ্দীপকটির ভাবার্থ ‘বই পড়া’ প্রবন্ধের কোন উক্তিটির সাথে সামঞ্জস্যপূর্ণ?

ক) দেশে যত ছেলে পাশ হচ্ছ, তত শিক্ষার বিস্তার হচ্ছে
খ) জ্ঞানের ভাণ্ডার ধনের ভাণ্ডার নয়
গ) France was saved by her idlers.
ঘ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

২৪. উদ্দীপকটি অনুসারে আমাদের কর্তব্য –

i. প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ না করা।

ii. পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপরে বই পড়া।

iii. স্বেচ্ছায়, নির্মোহভাবে জ্ঞানার্জন ও সাহিত্যচর্চা করা।

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) ii ও iii

২৫. আমাদের পাঠচর্চার অনভ্যাসের জন্য দায়ী কোনটি?

ক) শিক্ষা ব্যবস্থার ত্রুটি
খ) সামাজিক অবক্ষয়
গ) আর্থিক অনটন
ঘ) জীবিকা অর্জনের তাগিদ

২৬. লাইব্রেরির প্রয়োজন কেন?

ক) চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য
খ) স্বেচ্ছায় বই পড়ার জন্য
গ) পরীক্ষায় ভালো করার জন্য
ঘ) আর্থিক উন্নতির জন্য

উদ্দীপকটির সাহায্যে নিচের দুইটি প্রশ্নগুলোর উত্তর দাও।

তমা গণিতের একটি উপপাদ্য বুঝতে না পারায় তার বড় ভাইয়ের সাহায্য নিতে যায়। তমার বড় ভাই তাকে বলে, “আরে এত বুঝে কে পড়ে! আমার নোট দিচ্ছি। মুখস্থ করে ফেল। পরীক্ষার খাতায় ঝেড়ে দিয়ে চলে আসবি।”

২৭. উদ্দীপকের তমার ভাইয়ের সাথে ‘বই পড়া’ প্রবন্ধে উল্লেখকৃত কার মিল পাওয়া যায়?

ক) মাস্টার মহাশয়
খ) বাজিকর
গ) দর্শক
ঘ) উকিল

২৮. তমা কীভাবে সুশিক্ষিত হতে পারে?

ক) ভাইয়ের পরামর্শ মেনে মুখস্থ করে
খ) পরীক্ষায় উপপাদ্য বাদে অন্য প্রশ্নের উত্তর দিয়ে
গ) পরবর্তী ক্লাসে বোঝার আশায় থেকে
ঘ) নিজে নিজে উপপাদ্যটি বোঝার চেষ্টা করে

২৯. “মনোরাজ্যের দান গ্রহণসাপেক্ষ” কথাটির অর্থ-

ক) গুরুর সাহায্য ছাড়া কেউ শিক্ষালাভ করতে পারে না।
খ) শিক্ষক আন্তরিকভাবে শেখালেই ছাত্র শিখে যায়।
গ) শিক্ষা কেউ দিতে পারে না, যদি না ছাত্র নিজে শিখতে চায়।
ঘ) শিক্ষা শিক্ষকের দানের মুখাপেক্ষী।

৩০. ‘বই পড়া’ প্রবন্ধে গুরুকে উত্তরসাধক বলা হয়েছে, কারণ গুরু-

ক) শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন
খ) শিষ্যকে শিক্ষাদান করেন
গ) শিষ্যের জ্ঞান বৃদ্ধি করেন
ঘ) শিক্ষার্থীকে অধিক নম্বর পাইয়ে দেন

৩১. ‘দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না’- প্রমথ চৌধুরীর এই উক্তিতে কী প্রকাশিত হয়েছে?

ক) মুখস্থর অসারতা
খ) স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা
গ) শিক্ষাখাতের অব্যবস্থাপনা
ঘ) মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা

৩২. প্রচ্ছন্ন শব্দটির অর্থ কী?

ক) পরিচ্ছন্ন
খ) প্রকাশিত
গ) গোপন
ঘ) আভাসিত

৩৩. সুসার শব্দটির অর্থ –

i. প্রাচুর্য

ii. সচ্ছলতা

iii. সুবিধা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

৩৪. জীর্ণ শব্দটির অর্থ –

i. হজম

ii. ক্ষয়প্রাপ্ত

iii. ঝরানো

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top