You are currently viewing বিদ্যালয়ের শেষ দিনে মনের অবস্থা জানিয়ে তােমার বন্ধুকে একখানা পত্র লেখ।

বিদ্যালয়ের শেষ দিনে মনের অবস্থা জানিয়ে তােমার বন্ধুকে একখানা পত্র লেখ।

একজন এসএসসি পরীক্ষার্থী হিসেবে বিদ্যালয় থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখ।

অথবা, বিদ্যালয়ের শেষ দিনটিতে তােমার মনের অবস্থা বর্ণনা করে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ।

অথবা, বিদ্যালয়ের শেষ দিনে মনের অবস্থা জানিয়ে তােমার বন্ধুকে একখানা পত্র লেখ।


SSC: য. বো. ১৯



২৫. ০১. ২০২১
মােহাম্মদপুর, ঢাকা।


প্রিয় মামুন,
শুভেচ্ছা নিও। আশা করি ভালাে আছ। আমিও ভালাে, তবে মনটা ভালাে নেই। আজ আমাদের বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হলাে। বেলা ১টায় মাননীয় জেলা প্রশাসক সভাপতির আসন অলংকৃত করার পর কোরান তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে আমাদের বাংলার শিক্ষক জনাব এনামুল হক বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে আমাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে অনেক মূল্যবান উপদেশ দেন।

এরপর বক্তব্য রাখেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক। যিনি সর্বদা আমাদেরকে সন্তানের মতাে অপার স্নেহে শিক্ষা দিয়েছেন।
আমাদেরকে বিদায় দানকালে তিনি তাঁর চোখের পানি ধরে রাখতে পারেন নি। স্যারের চোখে পানি দেখে আমরা বিদায়ী ছাত্ররা কেউ নিজেদেরকে সংবরণ করতে পারি নি। সবার চোখেই পানি।

সর্বশেষ বক্তব্য রাখেন মাননীয় সভাপতি। বিদায় বেলা আমাদের প্রত্যেক ছাত্রকে একটি করে কলম ও ‘বাণী চিরন্তনী’ নামে একটি করে বই উপহার দেওয়া হয়। পরিশেষে মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ করে অনুষ্ঠান শেষ করা হয়। বিদায় বেলায় বন্ধুরা যখন পরস্পরের সাথে কোলাকুলি করছি, তখন সবার চোখই ছিল অশ্রুসিক্ত। তাই আমার মনটা আজ ভারাক্রান্ত। আজ আর নয়।


ইতি
তােমার বন্ধু


বিশেষ দ্রষ্টব্য : পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম ও ঠিকানা ব্যবহার অপরিহার্য।


আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চিঠিপত্রঃ

Views: 2 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply