‘যানজট একটি ভয়াবহ সমস্যা’ এই শিরােনামে একটি প্রতিবেদন রচনা কর।
অথবা, মনে কর, তুমি লাবনী। দৈনিক ইত্তেফাক পত্রিকার ঢাকা মহানগর প্রতিনিধি। ঢাকা শহরের যানজাট সম্পর্কে বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি কর
অথবা, তােমার শহরের যানজট সমস্যার ওপরে একটি প্রতিবেদন রচনা কর।
প্রতিবেদনের শিরােনামঃ ঢাকা শহরে যানজট: কারণ ও সমাধান
ঠিকানাঃ ৫১/১ উত্তর যাত্রাবাড়ী, ঢাকা
প্রস্তুতের সময় ও তারিখঃ রাত ৯টা, ১৮ জুলাই, ২০১
ঢাকা শহরের যানজট : কারণ ও সমাধান
ঢাকা বাংলাদেশের রাজধানী এবং বর্তমানে এটি বিশ্ব পরিচিত একটি শহর। কিন্তু তা সত্ত্বেও ঢাকা শহরে সবচাইতে বড় সমস্যা হচ্ছে যানজট সমস্যা। যানজট সমস্যা বর্তমানে এতই প্রকট যে, তাতে ঢাকা শহরে স্বাভাবিক জীবন যাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। ভয়াবহ যানজটের কারণে অফিসের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, হকার, মজুর, দোকানদার কারাে পক্ষেই সময়মতাে নির্ধারিত কর্মসূচি পালন করা সম্ভব হাচ্ছে না। বর্তমানের এ অস্বাভাবিক যানজটের কারণসমূহ নিম্নরূপ-
- অপ্রশস্ত রাস্তাঘাট।
- বিভিন্ন সংস্থা কর্তৃক রাস্তা গর্ত করা।
- ট্রাক ও অন্যান্য ভারী ঘানবাহনের ছােট রাস্তার ভিতরে প্রবেশ।
- হকারসহ অন্যান্য দোকানদারদের ফুটপাত দখল।
- রাস্তার পাশে যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখা।
- ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার শৈখিল্য।
- চালকদের ট্রাফিক আইন না মানার প্রবণতা।
- রিকশাসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বৃদ্থি।
- লাইসেন্সবিহীন রিকশার বেপরােয়া চলাচল ।
- সুনির্দিষ্ট নীতিমালার অভাব
- রাস্তা পারাপারে জনগণের ভীড় বেশি থাকা।
- পর্যাপ্ত পরিমাণে ওভার ব্রীজের অভাব থাকা ইত্যাদি।
উল্লিখিত কারণগুলাে দূরীকরণের উপায়সমূহ-
১. রাস্তা প্রশস্ত করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রহণ করতে হবে।
২. ট্রাফিক আইন পুরােপুরি প্রয়ােগ করা।
৩. লাইসেন্সবিহীন রিকশা চালাতে না দেয়া।
৪. ট্যাক্সি জাতীয় গাড়ি সকল রােডে চালু করা।
৫. ট্রাক চলাচলের সময় নির্ধারণ করে দেয়া।
৬. অবৈধ দখল থেকে ফুটপাত মুক্ত করা।
৭. রিকশার মতাে যানবাহন তুলে দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা।
৮. বড় বড় মােড়গুলােতে ওভার ব্রিজ তৈরি করা।
৯. যানজট দুরীকরণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা।
১০. মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়াসা, বিদ্যুৎ কর্তৃপক্ষ, ডি, আই. টি, ট্রাফিক নিয়ন্ত্রণ অধিদপ্তর সকলের কর্মকান্ডের সমন্বয় সাধ করা ইত্যাদি।
সরকার যত তাড়াতাড়ি ঢাকা শহরের যানজট দূরীকরণে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, ততই জনগণের মঙ্গল হবে। অন্যথায় রাজধানীর জনজীবন সার্বিকভাবে স্থবির হয়ে আসবে।
আব্দুর রহমান রতন
প্রতিবেদক