সারাংশ: রূপার চামচ মুখে নিয়ে জন্মায় আর কটি লোক

রূপার চামচ মুখে নিয়ে জন্মায় আর কটি লোক।

রূপার চামচ মুখে নিয়ে জন্মায় আর কটি লোক। শতকরা নিরানব্বইটি মানুষকেই চেষ্টা করতে হয়, জয় করে জিততে হয় তার ভাগ্যকে। বাঁচে সেই যে লড়াই করে প্রতিকূলতার সঙ্গে। পলাতকের স্থান জগতে নেই। সমস্ত কিছুর জন্যেই চেষ্টা দরকার। চেষ্টা ছাড়া বাঁচা অসম্ভব। সুখ চেষ্টারই ফল-দেবতার দান নয়। তা জয় করে নিতে হয়। আপনা আপনি এটা পাওয়া যায় না। সুখের জন্যে দু রকম চেষ্টা দরকার, বাইরের আর ভিতরের। ভিতরের চেষ্টার মধ্যে বৈরাগ্য একটি। বৈরাগ্যও চেষ্টার ফল, তা অমনি পাওয়া যায় না। কিন্তু বাইরের চেষ্টার মধ্যে বৈরাগ্যের স্থান নেই।

সারাংশ:

সবাই ভাগ্যবান হয়ে জন্মায় না। ভাগ্য নিজের যােগ্যতায় অর্জন করে নিতে হয়। প্রতিকূল পরিবেশে সংগ্রাম বা চেষ্টার মাধ্যমে সুখ খুঁজতে হয়। সুখের জন্য ভিতরে ও বাইরে চেষ্টা করা দরকার।

❤️ 1
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top