শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষক বরাবর একখানা দরখাস্ত লেখ।

ইতিহাসের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কোনাে ঐতিহাসিক স্থানে শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে দশম শ্রেণির পক্ষ থেকে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা বরাবর একখানা দরখাস্ত লেখ।

৩০.০৪.২০২২
প্রধান শিক্ষক
উজান গােবিন্দী উচ্চ বিদ্যালয়
আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

বিষয় : শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ইতিহাসের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে আমরা তিন’শ বছরের পুরনাে ইতিহাসের স্মৃতিবিজড়িত ঢাকার লালবাগ কেল্লায় শিক্ষাসফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মোগল শাসনামলের একটি ঐতিহাসিক নিদর্শন ‘লালবাগ কেল্লা’ ভ্রমণ করলে একদিকে যেমন আমাদের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ হবে, অন্যদিকে তেমনি মােগল স্থাপত্যশিল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জিত হবে। কাজেই ঐতিহাসিক স্থানে শিক্ষাসফরের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য।

অতএব, মহােদয়ের কাছে বিনীত প্রার্থনা, আমাদের আবেদনটি মঞ্জুর করে শিক্ষাসফরে যাওয়ার সুযােগ দানে বাধিত করবেন।

বিনীত-
আপনার একান্ত অনুগত
দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

আরও কয়েকটি আবেদনপত্রঃ

❤️ 0
😂 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top