সকল প্রকার কায়িক শ্রম আমাদের দেশে অমর্যাদাকর

সকল প্রকার কায়িক শ্রম আমাদের দেশে অমর্যাদাকর

সকল প্রকার কায়িক শ্রম আমাদের দেশে অমর্যাদাকর বলিয়া বিবেচিত হইয়া আসিতেছে। শ্রম যে আত্মসম্মানের অনুমাত্রও হানিজনক নহে এবং মানুষের শক্তি, সম্মান ও উন্নতির ইহাই প্রকৃষ্ট ভিত্তি এ বোধ আমাদের মধ্যে এখনও জাগে নাই। জগতের অন্যত্র মানবসমাজ শ্রম সামর্থ্যরে ওপর নির্ভর করিয়া সৌভাগ্যের সোপানে উঠিতেছে, আর আমরা কায়িক শ্রমকে ঘৃণা করিয়া দিন দিন দুর্গতি ও হীনতায় ডুবিয়া যাইতেছি। যাহারা শ্রমবিমুখ বা পরিশ্রমে অসমর্থ, জীবনসংগ্রামে তাহাদের পরাজয় অনিবার্য। এই প্রতিদ্বন্দ্বিতার যুগে অযোগ্যর পরিত্রাণ নাই। যাহারা যোগ্যতম, তাহাদেরই বাঁচিবার অধিকার এবং অযোগ্যর উচ্ছেদ অবশ্যম্ভাবী। সুতরাং পরিশ্রমের অমর্যাদা আত্মহত্যারই নামান্তর।

সারাংশ:

কায়িক শ্রম কখনােই অমর্যাদার হতে পারে না। বরং শ্রমের মাধ্যমেই মানুষ সৌভাগ্য লাভ করতে পারে। পৃথিবীর বহু জাতি পরিশ্রমের মাধ্যমে উন্নতি করেছে। শ্রমের মধ্য দিয়েই
টিকে থাকার যােগ্যতা অর্জন করতে হবে।

❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top