সারাংশ: সত্য ওজনদরে বা গজের মাপে বিক্রয় হয় না

সত্য ওজনদরে বা গজের মাপে বিক্রয় হয় না

সত্য ওজনদরে বা গজের মাপে বিক্রয় হয় না। তাহা ছোট হইলেও বড়। পর্বত পরিমাণ খড়-বিচালি স্ফুলিঙ্গ-পরিমাণ আগুনের চেয়েও দেখিতে বড়, কিন্তু আসলে বড় নহে। সমস্ত সেজের মধ্যে যেখানে সফলতার সূচাগ্র পরিমাণ মুখটিতে আলো জ্বলিতেছে সেখানেই সমস্ত সেজটার সার্থকতা। তেলের নিম্নভাগে অনেকখানি জল আছে; তাহার পরিমাণ যতই হোক সেইটিকে আসল জিনিস বলিবার কোনো হেতু নাই। সকল সমাজেই সমস্ত সমাজ প্রদীপের আলোটুকু যাহারা জ্বালাইয়াছেন, তাহারা সংখ্যা হিসেবে নহে, সত্য হিসাবে সে সমাজে অগ্রগণ্য। তাহারা দগ্ধ হইতেছেন। আপনাকে তাহারা নিমিষে ত্যাগই করিতেছেন, তবু তাঁহাদের শিক্ষা সমাজে সকলের চেয়ে উচ্চে। সমাজে তাঁহারাই সজীব ও তাহারাই মহৎ।

সারাংশ:

আকার, পরিমাণ দিয়ে কোনাে জিনিসের বিচার গ্রাহ্য  নয়। যেকোনাে জিনিসের বিচার নির্ভর করে তার গুণ অথবা শক্তির মাহাত্মে। খড়-বিচালি প্রকাণ্ড হলেও অগ্নিস্ফুলিঙ্গের গুণ ও শক্তি অনেক বেশি। এভাবে সমাজে যেসব গুণবান ব্যক্তি অন্যান্যদের উন্নতির পথে পরিচালিত করেছেন তারা সংখ্যালঘু তবু তারাই সমাজের রত্নবিশেষ।

❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top