সমস্ত জ্ঞান, সমস্ত সাহিত্যের উদ্দেশ্যে

সমস্ত জ্ঞান, সমস্ত সাহিত্যের উদ্দেশ্যে

সমস্ত জ্ঞান, সমস্ত সাহিত্যের উদ্দেশ্যে মানুষের অন্তরস্থ বিবেককে জাগিয়ে তোলা- নির্ভীক, তেজস্বী ও সবল করে তোলা। যদি জ্ঞান, উপদেশ, পুস্তক এবং সাহিত্য মানুষের অন্তরকে জাগাতে না পারে, তাকে চিন্তাশীল করে তুলতে না পারে, তাকে আত্মবোধ না দিতে পারে, তবে বুঝতে হবে তার পাষাণ প্রাণে সমস্ত জ্ঞান ব্যর্থ হয়েছে। বিবেকের জাগরণের নামই আত্মবোধ। বিবেক অপেক্ষা আরও একটি মহৎ জিনিস আছে, তার নাম প্রজ্ঞা। বিবেক মানুষকে প্রতারণা করে, প্রজ্ঞা কোনো সময় মানুষকে প্রতারণা করে না। প্রজ্ঞা দিবালোকের মতো উজ্জ্বল, তার দৃষ্টির সম্মুখে কুয়াশা নেই, সন্দেহ নেই। প্রজ্ঞা ধ্রুব সত্যকে দর্শন করে। যিনি এই প্রজ্ঞার সন্ধান পেয়েছেন তিনি পরম চেতনা লাভ করেছেন, তিনি মানুষের পরম শ্রদ্ধার্হ।

সারাংশ:

সমস্ত জ্ঞান ও সাহিত্যের উদ্দেশ্য মানুষের বিবেক অর্থাৎ, আত্মবােধের জাগরণ ঘটানাে। বিবেকের চেয়েও মহৎ জিনিস প্রজ্ঞা। বিবেক মানুষকে প্রতারণা করে কিন্তু প্রজ্ঞা তা করে না। প্রজ্ঞাবান ব্যক্তি সকলের কাছেই শ্রদ্ধার পাত্র।

Views: 98 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top