সাধারন জ্ঞান
কারেন্ট অ্যাফেয়ার্সঃ ফেব্রুয়ারি ২০২০
১। বাংলাদেশে e-passport চালু হয় কবে?
- ২২ জানুয়ারি ২০২০
২। বাংলাদেশে বিশ্বের কততম দেশ হিসেবে e-passport চালু হয়?
- ১১৯তম
৩। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে?
- সব্যসাচী হাজরা
৪। বাংলাদেশ ট্যারিফ কমিশন – এর নতুন নাম কী?
- বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন
৫। ২০২০ সালের বর্ষপণ্য কোনটি?
- লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য
৬। ৩৮তম বাংলাদেশ উন্নয়ন ফোরামের (BDF) বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
- ২৯-৩০ জানুয়ারি ২০২০
৭। বর্তমানে জাতীয় বীমা দিবস কবে?
- ১ মার্চ
৮। বর্তমানে জাতীয় ভোটার দিবস কবে?
- ২ মার্চ
৯। ২০২০ সালের জন্য OIC’র যুব রাজধানী কোনটি?
- ঢাকা (বাংলাদেশ)
১০। দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেলওয়ে সেতুর নাম কী?
- বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু
১১। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত হবে?
- ৪.৮০ কিলোমিটার
১২। ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার শুরু হয় কবে?
- ১৪ জানুয়ারি ২০২০
১৩। ৫ জানুয়ারি ২০২০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন রুটে ফ্লাইট চালু করে?
- ঢাকা-ম্যানচেস্টার
১৪। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক গন্তব্য কয়টি?
- ১৭টি
১৫। ৩ জানুয়ারি ২০২০ মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যায় ব্যবহৃত মার্কিন ড্রোনের নাম কী?
- MQ-9 Reaper
১৬। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর হয় কবে?
- ১০ জানুয়ারি ২০২০
১৭। গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
- একাতিরিনি সাকেল্লারোপাউলো
১৮। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড (Avangard) কোন দেশের তৈরি?
- রাশিয়া
১৯। বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে?
- ড. আহমদ কায়কাউস
২০। বর্তমান পররাষ্ট্র সচিব কে?
- মাসুদ বিন মোমেন
২১। জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) বর্তমান চেয়ারম্যান কে?
- আবু হেনা মো. রহমাতুল মুনিম
২২। ওমানের বর্তমান সুলতানের নাম কী?
- হাইতাম বিন তারিক আল-সাইদ
২৩। বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকারপ্রধান কে?
- সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়া)
২৪। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
- মিখাইল মিশুস্তিন
২৫। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্র্রী কে?
- চুং সি কিউন
২৬। SAARC’র ১৪তম মহাসচিব কে?
- এসালা ওয়েরাকুন (শ্রীলংকা)
২৭। ১৪ জানুয়ারি ২০২০ UNICEF’ এর নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
- রাবাব ফাতিমা
২৮। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ কতটি?
- ৭৬টি
২৯। ২৮ ডিসেম্বর ২০১৯ কোন দেশ AII ‘র ৭৬তম সদস্যপদ লাভ করে?
- আলজেরিয়া
৩০। আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) বর্তমান সদস্য দেশ কতটি?
- ১২৩টি
৩১। ফেব্রুয়ারি ২০২০ কোন দেশ ICC’র ১২৩তম সদস্যপদ লাভ করে?
- কিরিবাতি
৩২। বিশ্ব পর্যটন সংস্থার (UNWTO ‘র বর্তমান সদস্য দেশ কতটি?
- ১৫৯টি
৩৩। ১ জানুয়ারি ২০২০ কোন দেশ UNWTO’র ১৫৯তম সদস্যপদ লাভ করে?
- পালাউ
৩৪। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (IFRCS) – এর বর্তমান সদস্য দেশ কতটি?
- ১৯২টি
৩৫। ৫ ডিসেম্বর ২০১৯ কোন দেশ IFRCS’র ১৯২তম সদস্যপদ লাভ করে?
- ভুটান
৩৬। বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের দিক থেকে শীর্ষ দেশ কোনটি?
- সৌদি আরব
৩৭। ২০১৯ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
- নরওয়ে
৩৮। ২০১৯ সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
- উত্তর কোরিয়া
৩৯। ২০১৯ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- ৮০তম
৪০। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
- সোমালিয়া
৪১। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
- ডেনমার্ক ও নিউজিল্যান্ড
৪২। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
- ১৪তম
৪৩। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
- ১৪৬তম
৪৪। The Banker ম্যাগাজিনের ২০২০ সালের Finance Minister of the Year এ ভূষিত হন কে?
- আহম মুস্তাফা কামাল (বাংলাদেশ)
৪৫। ২০১৯ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন?
- ১০ জন
৪৬। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের বর্তমান অর্থমূল্য কত?
- তিন লাখ টাকা
৪৭। ২০১৯ সালের ICC’র বর্ষসেরা ক্রিকেটার কে?
- বেন স্টোকস (ইংল্যান্ড)
৪৮। ২০১৯ সালের ICC ‘র বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কে?
- প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
৪৯। ২০১৯ সালের ICC ‘র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কে?
- রোহিত শর্মা (ভারত)
৫০। ২০১৯ সালের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) চ্যাম্পিয়ন কোন দল?
- রাজশাহী রয়্যালস