বাংলা দ্বিতীয় পত্র
ছােট ছােট বালু কণা, বিন্দু বিন্দু জল
ছােট ছােট বালু কণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তােলে মহাদেশ, সাগর অতল,
মুহূর্ত নিমেষ কাল তুচ্ছ পরিমাণ,
রচে যুগ যুগান্তর অনন্ত মহান।
প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ।
ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ।
প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী
এ ধরায় স্বর্গসুখ নিত্য দেয় আনি।
সারমর্ম:
কোনাে ক্ষুদ্র বস্তুই তুচ্ছ নয়। সহস্র ক্ষুদ্রের সমন্বয়েই বৃহতের সৃষ্টি। ত্রুটি কিংবা অপরাধ ক্ষুদ্র হলেও ক্রমে তা পাপের দিকে টেনে নিয়ে ভয়ঙ্কর প্রমাদ ঘটায়। অন্যদিকে করুণা ও স্নেহের ক্ষুদ্র বাণী এ মাটির পৃথিবীতে স্বর্গের সুখ এনে দিতে পারে।
সারমর্ম-২
পৃথিবীর কোন কিছুকেই তুচ্ছ করতে নেই। কেননা, ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি। ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা যেমন মহাদেশ আর বিন্দু বিন্দু পানি থেকে মহাসাগরের জন্ম হয়ে থাকে। তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র মুহুর্ত গুলিই জন্ম দেই মহাকালের। একই ভাবে ছোট ছোট ভুল গুলো বড় অনিষ্ঠের কারন হতে পারে। পক্ষান্তরে সামন্য একটু সহযোগীতা বা স্নেহ পূর্ণ আচারন পৃথিবীতে স্বর্গ সুখ বয়ে আনতে পারে। তাই ছোট হলেও কোন কিছুই তুচ্ছ নয়।