সারমর্ম: নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,
সাধজকজনে নিস্তারিতে তার মতো কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক, সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।

সারমর্ম: নিন্দুক সর্বদা মানুষের নিন্দা করে ও ভুল-ত্রুটির দিকে অঙ্গুলি নির্দেশ করে। যার ফলে মানুষের ভুল-ত্রুটি সংশােধন হয়। নিন্দুকের নিন্দাবাণী মানুষকে নিজের সম্পর্কে সচেতন করে এবং ভালাে মানুষ রূপে গড়ে উঠতে সাহায্য করে। তাই নিন্দুক মানুষের পরম বন্ধু।

❤️ 26
😂 6
😢 2
😡 4

1 thought on “সারমর্ম: নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো”

  1. আপনাদের এই সাইটটি আমার ভালো লেগেছে🥰🥰🥰🥰

Leave a Reply

Scroll to Top