সারমর্ম: বহু দিন ধরে বহু ক্রোশ দূরে

বহু দিন ধরে বহু ক্রোশ দূরে

বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপরে
একটি শিশির বিন্দু।

সারমর্ম: সৌন্দর্যলিলু মানুষ বহু ব্যয় করে দূর দেশে সৌন্দর্য অবলােকনের জন্য যায়। অথচ তার আঙিনার সৌন্দর্য সে উপভােগ করে না। এ সৌন্দর্যকে অবহেলা করে দূরদেশে যাওয়া সত্যি অনর্থক।

Views: 69 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top