2 min read

৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন

বাংলা ২য় পত্র

বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা

বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা,

বিপদে আমি না যেন করি ভয়।

দুঃখ-তাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা,

দুঃখ যেন করিতে পারি জয়।

সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে,

সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্ছনা

নিজের মনে না যেন মানি ক্ষয়।

সারমর্ম: 

বিপদ থেকে মুক্তি লাভের জন্য প্রয়োজন সাহস, শক্তি আর মনের দৃঢ়তা। অনেক সময় দুঃখ, বঞ্চনায় মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। সৃষ্টিকর্তার কাছে সে অবস্থা থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করে। কিন্তু করুণা শিক্ষা নয়, সৃষ্টিকর্তা যেন সকল পরিস্থিতির সম্মুখীন হওয়ার সাহস আর শক্তি মানুষকে দেন এটাই হওয়া উচিত মানুষের প্রার্থনা।

সারমর্ম-২

কবি আল্লাহর নিকট অনুগ্রহ প্রার্থনা করেন না। তিনি কামনা করেন, তার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথ ভাবে পালন করতে পারেন। মহান স্রষ্টা বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং দুঃখে সান্তনা দেবেন এটাও কবির প্রার্থনা নয়।; বরং দৃঢ় মনোবল নিয়ে এর মোকাবিলা করাই তার কাম্য। 

                <a href="https://proshna.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/">৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন</a>

0

0

0

0

0

Download Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *