সারমর্ম: সিন্ধুতীরে খেলে শিশু বালি নিয়ে খেলা

সিন্ধুতীরে খেলে শিশু বালি নিয়ে খেলা

সিন্ধুতীরে খেলে শিশু বালি নিয়ে খেলা,
রচি গৃহ হাসি মুখে ফিরে সন্ধ্যাবেলা।
জননীর অঙ্কোপরে প্রাতে ফিরে আসি,
হেরে- তার গৃহখানি কোথা গেছে ভাসি।
আবার গাড়িতে বসে- সেই তার খেলা,
ভাঙা আর গড়া নিয়ে কাটে তার বেলা।
এই সে খেলা- হায়, এর আছে কিছু মানে?
যে জন খেলায় খেলে- সেই বুঝি জানে।

সারমর্ম: ভাঙা আর গড়ার খেলা পৃথিবীর সর্বত্রই লক্ষণীয়, তবে এই খেলার রহস্য মানুষের কাছে অজ্ঞাত। পরম করুণাময় সৃষ্টিকর্তা প্রতিনিয়ত ভাঙা-গড়ার এই খেলা খেলছেন। কেবল তিনিই জানেন এই খেলার মানে।

Views: 122 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top