সারমর্ম: হউক সে মহাজ্ঞানী মহাধনবান

হউক সে মহাজ্ঞানী মহাধনবান

হউক সে মহাজ্ঞানী মহাধনবান,
অসীম ক্ষমতা তার অতুল সম্মান,
হউক বিভব তার সম সিন্ধু জল,
হউক প্রতিভার তার অক্ষুন্ন উজ্জ্বল।
হউক তার বাস রম্যহর্ম্য মাঝে,
থাকুক সে মণিময় মহামূল্য সাজে।
কিন্তু সে সাধে কি কভু জন্মভূমি হিত,
স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিৎ।
জানাও সে নরাধমে জানাও সত্বর,
অতীব ঘৃণিত সে পাষন্ড বর্বর।

সারমর্ম: জাতির উপকারের মধ্যেই সকল প্রতিভার সাফল্য নিহিত। মানুষ প্রচুর জ্ঞান, বিপুল অর্থ ও শক্তির অধিকারী হতে পারে অথবা মূল্যবান সাজসজ্জা পরিধান এবং সুন্দর বাসস্থানে বসবাসের সুযােগ পেতে পারে। কিন্তু জাতির সেবায় যে আত্মনিয়ােগ করেনি, সে যতই জ্ঞানী, বিত্তবান ও ক্ষমতাশালী হােক না কেন, সে বর্বর ছাড়া আর কিছু নয়। সকলের কাছেই সে ঘৃণার পাত্র।

Views: 70 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top