অপমানিত কবিতার সারমর্ম – ‘হে মোর দুর্ভাগা দেশ’

অপমানিত কবিতার সারমর্ম

হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান


হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
অপমান হতে হবে তাদের সবার সমান।
মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমান হতে হবে তাদের সবার সমান।
মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে
ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে।
বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে
ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান।
অপমানে হতে হবে তাদের সবার সমান।

সারমর্ম: এ পৃথিবীতে মর্যাদার দিক থেকে সকল মানুষই সমান। কিন্তু যারা গরীব, দুঃখী মানুষদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তারা মূলত সৃষ্টিকর্তাকেই অপমান করে। সৃষ্টিকর্তার বিচারে একদিন তাদেরকেও অবহেলিত ও বঞ্চিতদের কাতারে দাঁড়াবে হবে।

‘বাংলা সাহিত্যের অমর কবি’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত কবিতা ‘অপমানিত’ এর সারমর্ম আমরা উপরে আলোচনা করেছি। আশাকরি তোমাদের ভালো লেগেছে। তোমাদের জন্য অপমানিত কবিতার আবৃতি নিচের ভিডিওতে যুক্ত করা হলো।

একাডেমিক প্রশ্ন

আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সারমর্মঃ

কবিতা আবৃতি : অপমানিত
Views: 221 Views
❤️ 2
👎 0
😢 0
😡 0

1 thought on “অপমানিত কবিতার সারমর্ম – ‘হে মোর দুর্ভাগা দেশ’”

  1. খুব সুন্দর
    এই কবিতাটি Google এ দেবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আশা করছি যে আপনারা আরও এইরকম কবিতা Google এ পোস্ট করতে থাকুন যাতে সবাই পড়তে পারে

Leave a Reply

Scroll to Top