হায় হায় জন্মিয়া যদি না ফুটালে – সারমর্ম

 হায় হায় জন্মিয়া যদি না ফুটালে


ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে পরিক্ষায় সারাংশ ও সারমর্ম লিখতে হয়। একটি কবিতাংশ বা গদ্যাংশ থেকে আলোচ্য গদ্যাংশ বা পদ্যাংশের সারকথা খুবই অল্প কথায় লিখতে হয়। খুবই অল্প পরিশ্রম বা লিখে বেশি নম্বর পেতে সারাংশ বা সারমর্ম খুবই উপযোগী। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সারমর্ম নিয়ে আলোচনা করবো- ‘হায় হায় জন্মিয়া যদি না ফুটালে একটি কুসুম কলি নয়ন কিরিনে…।’

হায় হায় জন্মিয়া যদি না ফুটালে

একটি কুসুম কলি নয়ন কিরণে

একটি জীবন ব্যথা যদি না জুড়ালে

বুক ভরা প্রেম ঢেলে বিফল জীবনে।

আপনা রাখিলে ব্যর্থ জীবন সাধনা

জনম বিশ্বের তরে পরার্থে কামনা।

সারমর্ম:

মানুষ যদি তার কাজের মাধ্যমে অন্যের উপকার করতে বা অন্যের মনের ব্যথা দূর করতে না পারে, তা হলে তার জন্মই বৃথা।  কারণ পরের উপকারে আত্মােৎসর্গ করার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত।

দেশ বন্ধু চিত্তরঞ্জন দাশের বিক্ষাত কবিতা ‘পরার্থে কামনা’ কবিতার অংশ বিশেষ এই সারমর্মের আলোচ্য। ইন্টারনেটে অনেক খোজাখুজি করে পুরো কবিতাটি পাওয়া গেলো না। তবে www.sahos24.com এ কবিতাটির অংশ বিশেষ পাওয়া গেল ‘পরার্থে কামনা’ নামে। আর YouTube এ পেলাম মোছ আখি নামে কবিতার আবৃতি ও আলোচনা। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ভিডিওটি সংযুক্ত করা হলঃ

একাডেমিক প্রশ্ন
❤️ 1
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top