|

আঠারো বছর বয়সঃ HSC বাংলা ১ম পত্র

proshna featured

3 min read

Advertisements

Table of Contents

আঠারো বছর বয়স

সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত ভট্টাচার্য কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

ক) ১৯৪৬ খিষ্টাব্দে
খ) ১৯৪৭ খিষ্টাব্দে
গ) ১৯৪৮ খিষ্টাব্দে
ঘ) ১৯৪৯ খিষ্টাব্দে

‘আঠারো বছর বয়স’ কবিতাটি জীবনের কোন সময়কে নির্দেশ করে?

ক) কৈশোর
খ) যৌবন
গ) বয়ঃসন্ধি
ঘ) বৃদ্ধ

আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?

ক) ভয়
খ) সাহস
গ) কোলাহল
ঘ) আন্দোলন

‘আঠারো বছর বয়স কী দুঃসহ’__ কেন?

ক) এ বয়সে নিজের পায়ে দাড়ানোর ঝুঁকি নিতে হয়
খ) এ বয়সে নানা জনে নানা কথা বোঝায়
গ) এ বয়সে অনেক বেশি সাহস দেখানো যায় না
ঘ) এ বয়সে শারীরিক মানসিক পরিবর্তন হয়

‘আমি মানি নাকো কোনো আইন’_ এরুপ তারুণ্যের জয়গান পাই কোন কবিতায়?

ক সাম্যবাদী
খ) আঠারো বছর বয়স
গ) সেই অস্ত্র
ঘ) একতান

সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?

ক) পিরোজপুর
খ) গোপালগঞ্জ
গ) দিনাজপুর
ঘ) কিশোরগঞ্জ

‘এ বয়স জানে রক্তদানের পুণ্য’_ এ বাক্যটি নিচের কোন বাক্যকে সমর্থন করে?

ক) এ বয়স দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের
খ) এ বয়স নব নব অগ্রগতি সাধনের
গ) এ বয়সে রক্তদানে পুণ্যার্জন হয়
ঘ) এ বয়স যেন নিত্য নতুন করণীয় সম্পাদনের

কবি এ দেশের বুকে আঠারোকে প্রত্যাশা করেছেন কেন?

ক) বিদ্রোহের জন্য
খ) সার্বিক উন্নয়নের জন্য
গ) শান্তির জন্য
ঘ) ভালোবাসার জন্য

যৌবনে পদার্পণ করে মানুষের মাঝে কোন মনোভাবটি জাগ্রত হয়?

ক) আত্মপ্রতায়ী মনোভাব
খ) বিনয়ী মনোভাব
গ) দুঃসাহসিক মনোভাব
ঘ) অহংকারী মনোভাব

‘এ বয়সের নেই ভয়’_ এখানে ‘ভয়’-এর সমার্থক নিচের কোনটি?

ক) আস্থাহীনতা
খ) ভ্রান্তি
গ) ভান
ঘ) শঙ্কা

তারুণ্য ও যৌবনশক্তি দুর্বার বেগে এগিয়ে যায় কোন পথে?

ক) ধর্মের পথে
খ) ধ্বংসের পথে
গ) প্রগতির পথে
ঘ) অন্যায়ের পথে

আঠারো বছর বয়সকে কবি ভয়ঙ্কর বলেছেন, কারণ–

i. প্রাণে অসহ্য যন্ত্রণা বিরাজ করে
ii. কানে আসে নানা নেতিবাচক মন্ত্রণা
iii. নেতিবাচক তত্র ও মতবাদ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii


0
0
0
0
0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *