|

এই পৃথিবীতে এক স্থান আছে [MCQ & PDF]

proshna featured

4 min read

Advertisements

Table of Contents

এই পৃথিবীতে এক স্থান আছে MCQ

জীবনানন্দ দাশ


১. বাংলা সাহিত্যে ‘রূপসী বাংলার কবি” হিসেবে খ্যাত কে?

ক) জসীমউদ্‌দীন
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জীবনানন্দ দাশ
ঘ) কাজী নজরুল ইসলাম

২. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ফসলের মাঠকে কী বলে উপমিত করা হয়েছে?

ক) সোনালি মাঠ
খ) হলুদ শাড়ি
গ) হলুদ গালিচা
ঘ) সবুজ সমারোহ

৩. ধানের গন্ধের মতো অস্ফুট, তরুণ কোন পাখি?

ক) লক্ষ্মীপেঁচা
খ) শঙ্খচিল
গ) সুদর্শন
ঘ) শঙ্খমালা

৪. হলুদ শাড়ি লেগে থাকে কার শরীরে?

ক) কাকনমালার
খ) কিরণমালার
গ) শঙ্খমালার
ঘ) মধুমালার

৫. ধানের গন্ধ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক) ধানের সৌন্দর্য
খ) প্রাকৃতিক রূপ
গ) কৃষিপ্রধান বাংলার চিত্র
ঘ) ধান প্রকৃতি

৬. নদীর তীর কাশফুলে ভরে আছে। উক্ত বিষয়টি ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার কোন দিকটি তুলে ধরে?

ক)ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ
খ) সবুজ ডাঙা ভরে আছে মধুকুপী ঘাসে
গ) লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর
ঘ) এই পৃথিবীতে এক স্থান আছে_ সবচেয়ে সুন্দর করুণ

৭. ‘সকল দেশের রানি সে যে আমার জন্মভুমি’_ উক্ত চরণের সঙ্গে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য রয়েছে?

ক) এঁকতান
খ) লোক-লোকান্তর
গ) এই পৃথিবীতে এক স্থান আছে
ঘ) আমি কিংবদন্তির কথা বলছি

৮. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় অন্ধকারে কী নুয়ে থাকার কথা বলা হয়েছে?

ক) ধান গাছ
খ) হিজলের শাখা
গ) তমালের শাখা
ঘ) লেবুর শাখা

৯. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কোন রঙের শাড়ির কথা ফুটে উঠেছে?

ক) হলুদ
খ) লাল
গ) নীল
ঘ) বেগুনি

১০. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় অন্ধকারে যে ঘটনা ঘটার কথা বলা হয়েছে-_

i. সুদর্শন ঘরে ফেরে
ii. রাখাল ঘরে ফেরে
iii. লেবুর শাখা ঘাসের ওপর নুয়ে থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১১. যেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিয়ে অরুণ’ চরণটিতে ফুটে উঠেছে__

i. প্রভাতের সৌন্দর্য
ii. সূর্যের আলোর বিচ্ছরণ
iii. প্রকৃতি বন্দনা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii


HSC বাংলা প্রথম পত্রের আরও কয়েকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ:

0
0
0
0
0

Download Post

Similar Posts

  • |

    তােমার সদ্য পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখ

    4 min read Table of Contents তােমার সদ্য পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখ অথবা, মনে কর, তুমি রংপুরের মানিক, তােমার বন্ধু সুমন সিলেটের নিশ্চিত্পুর গ্রামে থাকে। বই পড়ার আনন্দ জানিয়ে তােমার বন্ধুকে একখানা পত্র লেখ। অথবা, মনে কর, তুমি লামিয়া। সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে মতামত জানিয়ে তােমার বন্ধু মাইশাকে…

  • সাহিত্যিক পরিচিতিঃ আহসান হাবীব

    1 min read Table of Contents সাহিত্যিক পরিচিতি আহসান হাবীব ০১. আহসান হাবীব কত সালে জন্মগ্রহন করেন? ০২. কত সালে আহসান হাবীব কলকাতা ছেড়ে ঢাকা আসেন? ০৩. আহসান হাবীব কত সালে মৃত্যুবরণ করেন? সাহিত্যিক পরিচিতি আহসান হাবীব ০১. আহসান হাবীব কত সালে জন্মগ্রহন করেন? ক. ১৯১৫খ. ১৯১৭গ. ১৯২০ঘ. ১৯২৫ ০২. কত সালে আহসান হাবীব কলকাতা…

  • |

    HSC জীব বিজ্ঞান (১ম পত্র) – উদ্ভিদ শারীরতত্ত্ব MCQ

    5 min read Table of Contents নবম অধ্যায় : উদ্ভিদ শারীরতত্ত্ব ১. উদ্ভিদের জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয় মৌল উপাদান কতটি? (জ্ঞান) ২. কোন আয়ন সবচেয়ে দ্রুতগতিতে শোষিত হয়? ৩. আয়ন বিনিময় মতবাদ সমর্থন করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান) ৪. কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ ? (জ্ঞান) ৫. আয়ন বাহক মতবাদ প্রদান করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান) ৬. বিষম পৃষ্ঠ পাতার কোন ত্বকে পত্ররন্ধ পাওয়া যায়? (অনুধাবন) ৭. উদ্ভিদদেহে প্রস্বেদনের প্রধান অঙ্গ কোনটি? (জ্ঞান) ৮. কাষ্ঠল উদ্ভিদের মূলের বা কাণ্ডের ত্বকে ক্ষুদ্রাকৃতির ছিদ্র কী নামে পরিচিত? (জ্ঞান) ৯. শ্বেতসার-গ্লুকোজ আন্তঃরূপান্তর মতবাদ প্রদান করেন কোন বিজ্ঞানী? (জ্ঞান) ১০. লুণ্ডিগার্ডের আয়ন শোষণ মতবাদ অনুসারে (অনুধাবন) ১১. উদ্ভিদের সনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান) ১২. কোন আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়? (জ্ঞান) ১৩. কোনটি ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ উপাদান? (জ্ঞান) ১৪. কোন বিজ্ঞানী ‘ল অব মিনিমাম’ প্রস্তাব করেন? ১৫. কোনটিকে জৈবমুদ্রা বলা হয়? (জ্ঞান) ১৬. কোনটি জৈব ছুরি? (জ্ঞান) ১৭. মাইকোলাইসিসে সরাসরি কত অণু ATP…

  • |

    সারমর্ম: আমার একার সুখ, সুখ নহে ভাই

    2 min read Table of Contents বাংলা দ্বিতীয় পত্র আমার একার সুখ, সুখ নহে ভাই সারমর্ম: বাংলা দ্বিতীয় পত্র আমার একার সুখ, সুখ নহে ভাই আমার একার সুখ, সুখ নহে ভাই,সকলের সুখ সখা, সুখ শুধু তাই।আমার একার আলাে সে যে অন্ধকারযদি না সবারে অংশ দিতে আমি পাই।সকলের সাথে বন্ধু সকলের সাথে,যাইব কাহারে বলাে, ফেলিয়া পশ্চাতে?ভাইটি…

  • |

    অপরিচিতা গল্পের MCQ [PDF Download & Quiz]

    6 min read Table of Contents অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোটগল্পের প্রথম সার্থক শিল্পী কে? অনুপমের মতে, কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন? ‘মেয়ে যদি বল, তবে’_ উত্তিটি কার? ‘অপরিচিতা’ গল্পে রসবোধসম্পন্ন চরিত্র কোনটি? মন্দ নয় হে, খাটি সোনা বটে। -উক্তিটি কার? ‘তিনি বড়ই চুপচাপ’_ এখানে কার কথা বলা হয়েছে? ‘অপরিচিতা’ গল্পে ‘আমার জীবনটা না দৈর্যের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *