এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ

proshna featured

3 min read

Advertisements

এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।

অথবা,

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পূর্ববর্তী অবকাশে তুমি কী করতে চাও তা জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখ।

অথবা,

এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখ।


SSC: দি. বো. ২০১৫, দি. বো. ১৬, ঢা. বো. ১৭, দি. বো. ১৯


তারিখঃ ২৫ জুন ২০২২ ইং
বাগেরহাট

প্রিয় রুদ্র,

আশা করি ভালোই আছ। আমিও ভাল আছি। গত চিঠিতে তুমি এসএসসি পরিক্ষার পরে ফল প্রকাশের মধ্যবর্তী অবসর সময়ে কি করতে চাও সে বিষয়ে লিখেছিলে। চিঠিতে তোমার মহান কর্মপরিকল্পনা সম্পর্কে জেনে আমি ও আমার বন্ধুরা সমাজের অবহেলিত মানুষদের জন্য কিছু করার বিষয়ে অনুপ্রাণিত হয়েছি। তুমি তোমার গ্রামের নিরক্ষর মানুষদের জন্য নৈশ্য বিদ্যালয় স্থাপনের মাধমে গ্রামের পিছিয়ে পড়া মানুষদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছো তা সত্যিই প্রসংশার দাবীদার। আজ আমি মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পূর্ববর্তী অবকাশে আমি কী করতে চাই সে সম্পর্কে তোমাকে লিখবো।

তুমি জান আমি প্রত্যন্ত গ্রামের একটি স্কুলে পড়াশুনা করি। পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে পড়াশুনা করে। প্রতিদিন শিক্ষার্থীদের নদী পার হয়ে স্কুলে যেতে হয়। তোমাকে হয়তো আগেও বলেছি ঐ নদীতে কোন ব্রিজ নেই। ফলে আমদের প্রতিদিনি নৌকায় করে নদী পার হতে হয়। এতে গ্রামের গরীব শিক্ষার্থীদের যেমন প্রতিদিন খেয়া পারাপারের জন্য বাড়তি খরচ করতে হয় তেমনি নদীতে সঠিক সময়ে নৌকা পাওয়া না গেলে স্কুলে যেতেও দেরী হয়। এছাড়াও ঝড় বৃষ্টির দিনে নদী পারাপারের ঝুঁকি তো তুমি অনুমান করতে পার। তাই আমরা কয়েক জন বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছি পরিক্ষার পর যে অবসর সময় পাবো সে সময়ে আমরা এই নদীর উপর একটি কাঠের সাঁকো তৈরী করবো। এ বিষয়ে আমরা গ্রামের কয়েকজন গন্যমান্য ব্যক্তি, অভিভাবক ও জনপ্রতিনিধীর সাথে কথা বলেছি। তারা আমাদের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সহায়তার আশ্বস দিয়েছেন । আমরা যেন আমাদের উদ্দ্যোগে সফল হতে পারি তার জন্য দোয়া করবে। তোমার আব্বা-আম্মাকে আমার সালাম জানাবে।

ইতি
তোমারই
ইকবাল হোসেন

আরও কয়েকটি চিঠিপত্রঃ

0
0
0
0
0

Download Post

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *