ঐকতান
রবীন্দ্রনাথ ঠাকুর
ঐকতান কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘জন্মদিনে‘ নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবিতাটি ‘অক্ষরবৃত‘ ছন্দে রচিত। আজ আমরা একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত ঐকতান কবিতার MCQ নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা নৈব্যত্তিক প্রশ্ন গুলোর সঠিক উত্তর জানবো এবং সবশেষে এই পোষ্টে আমরা কতটুকু শিখতে পারলাম তা যাচাই করতে একটি পরিক্ষায় অংশ নিবো। পরিক্ষায় অংশ নিতে এই পোষ্টের শেষে ‘পরিক্ষা দিন’ বাটনে ক্লিক করুন।
প্রশ্ন ডট কম
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক) সোনার তরী
খ) বনফুল
গ) বলাকা
ঘ) মানসী
কবির স্বরসাধনায় কী পৌছেনি?
ক) কাব্যবোধ
খ) বহুতর ডাক
গ) প্রকৃতির সুর
ঘ) পরিবেশ পরিস্থিতি
‘ঐকতান’ কবিতায় কবি নিজেকে কীসের কবি মনে করেন?
ক) প্রকৃতির কবি
খ) সৌন্দর্যের কবি
গ) পৃথিবীর কবি
ঘ) দেশমাতৃকার কবি
কবি ‘ঐকতান’ কবিতায় কোন শ্রেণির কবিকে আহ্বান করেছেন?
ক) অখ্যাতজনের
খ) অজ্ঞাতজনের
গ) উঁচু শ্রেণির
ঘ) নিচু শ্রেণির
‘অক্ষয় উৎসাহ’ বলতে কী বোঝায়?
ক) অফুরন্ত আগ্রহ
খ) অনন্ত শ্রদ্ধা
গ) অলীক উন্মাদনা
ঘ) চেতনার আন্দোলন
অজানাকে জানতে সুমন বিভিন্ন জাদুঘর পরিদর্শন করে। সুমনের এই জাদুঘর পরিদর্শনের সাথে ‘ঐকতান’ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ?
ক) ও পাড়ার প্রাঙণে যাওয়া,
খ) ভ্রমণবৃত্তান্ত পড়া
গ) ভিক্ষালব্ধ ধন সংগ্রহ
ঘ) প্রান্তিকজনের কবির প্রত্যাশ্যা
যে আছে মাটির কাছাকাছি
সে কবির বাণী-লাগি কান পেতে আছি’- রবীন্দ্রনাথের এই আকাঙ্খা কোন কবি পূরণ করতে পেরেছেন?
ক) জীবনানন্দ দাশ
খ) অমিয় চক্রবর্তী
গ) সুফিয়া কামাল
ঘ) জসীমউদ্দীন
‘ঐকতান’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক) স্বরবত্ত
খ) মাত্রাবৃত্ত
গ) অক্ষরবৃত্ত
ঘ) অমিত্রাক্ষর
‘ঐকতান’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক) মানসী
খ) বলাকা
গ) শ্যামলী
ঘ) জন্মদিনে
বিশাল বিশ্বজগৎ গঠিত হয়েছে _
i. জীব-বৈচিত্র্যের বিশাল সম্ভার নিয়ে
ii. নদী গিরি সিন্ধু মরুভূমি নিয়ে
iii. মানুষের নানা কীর্তির সম্ভারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii