|

দুঃখের মতাে এত বড় পরশ পাথর আর নাই

proshna featured

2 min read

Advertisements

ভাবসম্প্রসারণ: দুঃখের মতাে এত বড় পরশ পাথর আর নাই


ভাব-সম্প্রসারণ: দুঃখ ভােগের পরে যে সুখটি আসে, সেটাই আসল, সেখানেই প্রশান্তি। সুখ ও দুঃখে মানবজীবন গঠিত। জীবন ও জগতের এক প্রান্তে রয়েছে অফুরন্ত সুখ, অন্য প্রান্তে অপরিসীম দুঃখ। নিরন্তর সুখ মানবজীবনের কর্মমুখরতা ও সংগ্রামশীলতাকে স্তব্ধ করে দেয়। দুঃখই সংগ্রামী জীবনের সূতিকাগার। দুঃখই শক্তি। দুঃখ আগুনের মত পুড়িয়ে জীবনকে খাটি করে তােলে। জীবন থেকে দুঃখ সরিয়ে সুখ সমৃদ্ধময় জীবন গড়ে তুলতে মানুষ সচেষ্ট হয়, হয়ে ওঠে কর্মতৎপর।

মানবজীবনে শ্রেষ্ঠত্ব আপনাআপনি আসে না, শ্রেষ্ঠত্বকে অর্জন করতে হয়। শ্রেষ্ঠত্ব অর্জন এক ধরনের সাধনার ফল। সে সাধনার সূতিকাগার হচ্ছে দুঃখ। দুঃখ মানবজীবনে পথের কাঁটা বটে, তবে সে কাঁটা দু হাতে সরিয়ে সুন্দর জীবন গড়ার, খাটি জীবন নির্মাণের স্পৃহা আসে দুঃখেরই ভেতর থেকে। দুঃখ পরশ পাথরের মতাে। নিকৃষ্ট ধাতু যেমন পরশ পাথরের পরশে সােনা হয়ে ওঠে, তেমনি দুঃখের স্পর্শে জীবন হয়ে ওঠে খাটি।

দুঃখই মানুষের ভেতরের শক্তি ও সত্তার জাগরণ ঘটায়। দুঃখে পােড় খাওয়া মানুষের মধ্যে জেগে ওঠে মনুষ্যত্ব। দুঃখ মানুষকে করে তােলে সর্বংসহা। দুঃখের তেজে মানুষের সকল অহংকার গলে গিয়ে সে হয়ে ওঠে নিরহংকারী, ত্যাগী ও শ্রেষ্ঠ মানব। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলাে দুঃখের সমুদ্রে স্নান করেই শুদ্ধ হয়েছে, দুঃখের স্পর্শেই শ্রেষ্ঠ জীবন পেয়েছে। দুঃখ মানবজীবনের এমনই এক বন্ধু, যার সংস্পর্শে সমগ্র জীবনই উজ্জ্বল প্রােজ্জ্বল হয়ে ওঠে। জীবনে দুঃখবােধ মানুষকে খাঁটি করে তােলে।

শ্রেষ্ঠত্ব জীবনে এমনি এমনিই আসে না। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পরিশ্রম প্রয়ােজন। সেরূপ শ্রেষ্ঠত্ব পেতে পরিশ্রম করে তা অর্জন করতে হয়। আর সে অর্জন পরশ পাথরের সাথেই তুলনীয়। এজন্যই বলা হয়েছে যে, দুঃখের মতাে এত বড় পরশপাথর আর নাই।

0
0
0
0
0

Download Post

Similar Posts

  • |

    কোষ বিভাজন MCQ

    20 min read Table of Contents কোষ বিভাজন MCQ ১. প্রোফেজ পর্যায়ে- ২. কোন পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়? ৩. টেলোফেজ পর্যায়ে স্যাট ক্রোমোসোমের গৌণ কুঞ্চনে কোনটির পুনঃআবির্ভাব ঘটে? ৪. বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি প্রাণিকোষকে কী বলা হয়? ৫. ক্যারিওকাইনেসিস হল- ৬. কোনটিকে ইকোয়েশনাল বিভাজন বলা হয়? ৭. কে প্রথম…

  • সারমর্ম: মরুভূমির গোধূলির অনিশ্চয় অসীমে হারালো?

    2 min readমরুভূমির গোধূলির অনিশ্চয় অসীমে হারালো? ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন মরুভূমির গোধূলির অনিশ্চয় অসীমে হারালো?আকস্মাৎ বিভীষিকা সমুদ্রের তরঙ্গে তরঙ্গেমূর্ছাহত বালুকণা জাগলো কি মৃত্যুর আহ্বান?অন্ধকারে প্রেতদল পথপাশে অট্টহাসে কেন?কঙ্কালের শ্বেত নগ্ন অস্তি-গহ্বরেপ্রাণঘাতী বীভৎস রাগিণী?মৃত্যু-শঙ্কা মূর্চ্ছনা গ্লানি আচ্ছন্ন গগন,মানুষের দুরাশার অভিযানে টানি দিল ছেদ?অদৃশ্য আলোর দীপ্তি অজানিত কোন নভস্থলেসহসা চমকি ওঠে উদ্ভাসিয়া অন্তরের ছায়া?মরুভূমি…

  • An application for sinking a tube-well

    1 min read Table of Contents Write an application to the Upazilla Nirbahi Officer/the chairman/ Deputy Commisoner of your district/upazilla for sinking a tubewell. READ MORE APPLICATION: Write an application to the Upazilla Nirbahi Officer/the chairman/ Deputy Commisoner of your district/upazilla for sinking a tubewell. 20th August, 2022The Chairman/Deputy commissionerMagura District, Magura Subject: An application…

  • রচনাঃ সাহিত্য পাঠের মূল্য

    8 min read Table of Contents বাংলা ২য় পত্র সাহিত্য পাঠের মূল্য সূচনা: সাহিত্য কি? সাহিত্যের উদ্দেশ্য মানবজীবনে সাহিত্য সাহিত্য ও সমাজ সাহিত্য পাঠের উদ্দেশ্য সাহিত্যের বিস্তৃতি সাহিত্য পাঠের মূল্য মুক্ত হৃদয়ে সাহিত্যের জয়গান সাহিত্যের সূর্য সন্তানেরা উপসংহার বাংলা ২য় পত্র সাহিত্য পাঠের মূল্য (সংকেত: সূচনা; সাহিত্য কি; সাহিত্যের উদ্দেশ্য; মানব জীবনে সাহিত্য; সাহিত্য ও…

  • রচনাঃ “সমাজ জীবনে দুর্নীতি”

    8 min read Table of Contents বাংলা দ্বিতীয় পত্র সমাজ জীবনে দুর্নীতি ভূমিকা: দুর্নীতি কী: দুর্নীতির প্রকৃতি: দুর্নীতির কারণ: সমাজ জীবনে দুর্নীতি: বাংলাদেশে দুর্নীতির ক্ষেত্রসমূহ: দুর্নীতির প্রতিক্রিয়া: দুর্নীতি দমন আইন ও দুদক: দুর্নীতি প্রতিরোধের উপায়: উপসংহার: বাংলা দ্বিতীয় পত্র সমাজ জীবনে দুর্নীতি (সংকেত: ভূমিকা; দুর্নীতি কি; দুর্নীতির প্রকৃতি; দুর্নীতির কারণ; সমাজজীবনে দুর্নীতি; বাংলাদেশে দুর্নীতির ক্ষেত্রসমূহ;…

  • সারমর্ম: যাক বান ডেকে যাক বাইরে এবং ঘরে

    1 min readযাক বান ডেকে যাক বাইরে এবং ঘরে ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন যাক বান ডেকে যাক বাইরে এবং ঘরেআর নাচুক আকাশ শূন্য মাথার পরে,আসুক জোরে হাওয়া;এই আকাশ মাটি উঠুক কেঁপে কেঁপে,শুধু ঝড় বয়ে যাক মরা জীবন ছেপে,বিজলী দিয়ে হাওয়া।আয় ভাইবোনেরা ভয় ভাবনাহীনসেই বিজলী নিয়ে গড়ি নতুন দিন।আয় অন্ধকারের বদ্ধ দুয়ার খুলেবুনো হাওয়ার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *