শব্দ গঠনের উপায়

proshna featured

3 min read

Advertisements

শব্দ গঠনের উপায়

শব্দ গঠন

শব্দের অর্থ-বৈচিত্রের জন্য নানাভাবে তার রুপ-রুপান্তর সাধন করা হয়। এভাবে বিভিন্ন অর্থে ব্যবহার উপযোগী করে তোলার জন্য শব্দ তৈরির প্রক্রিয়াই হলো শব্দ গঠন।

আবার অন্যভাবে বলা যায়, মৌলিক শব্দের সঙ্গে সন্ধি, সমাস, প্রত্যয়, বিভক্তি, উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে শব্দ গঠন বলে। অর্থাৎ ছোট ও সহজ শব্দ বা পদের সহায্যে বড় ও জটিলতর শব্দ তৈরির প্রক্রিয়াকে শব্দ গঠন বলে।

শব্দ গঠন প্রক্রিয়া

শব্দ গঠনের যেসব প্রক্রিয়া বা নিয়ম রয়েছে সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে:

১. প্রত্যযোগে শব্দ গঠন: ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হলে তাকে প্রত্যয় যোগে শব্দ গঠন বলে। এ প্রক্রিয়ায় দুই ধরনের শব্দ গঠিত হয়। যথা:

ক. কৃদন্ত শব্দ : ধাতুর পরে অন, অন্ত, অনীয়, ও প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়। যেমন : কাঁদ+অন=কাঁদন, জ্বল+অন=জ্বলন, চ্ল+অন্ত=চলন্ত, পা+অনীয়=পানীয়, ভুজ+ত=ভুক্ত ইত্যাদি।

খ. তদ্ধিতান্ত শব্দ : নাম শব্দ বা বিশেষ্য জাতীয় শব্দের পরে, ই, আই, ইক, আনা, আনি ও খোর প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন : গোলাপ+ই=গোলাপি, বড়+আই=বড়াই, সাহিত্য+ইক=সাহিত্যিক, ঘর+আনা=ঘরানা, ঘষ+খোর=ঘুষখোর ইত্যাদি।

২. উপসর্গযোগে শব্দ গঠন : ধাতু বা শব্দের পূর্বে সংস্কৃত, বাংলা ও বিদেশি উপসর্গ বসে নতুন নতুন শব্দ গঠিত হয়। যেমন :

বাংলা উপসর্গযোগে : অ=অমিল, অনা=অনাচার
তৎসম উপসর্গযোগে : প্র=প্রভাত, অপ=অপব্যয়
বিদেশি উপসর্গযোগে : নিম=নিমরাজি, হর=হররোজ

৩. সমাসের সাহায্যে শব্দ গঠন : পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদ একপদে পরিণত হওয়াকে সমাস বলে। ’সমাস’ শব্দের অর্থ-সংক্ষেপ। তাই সামাসের কাজ হলো পদে পদে মিল ঘটিয়ে বাক্যটি সংক্ষেপ ও সুন্দর করা। যেমন :

‘পঙ্কে জম্নে যা’ একটি বাক্য। বাক্যটিকে সংক্ষেপ করে বলা হয় ‘পঙ্কজ’। আর এর মধ্যে দিয়েই সমাস গঠিত হলো।

৪. সন্ধিযোগে শব্দ গঠন : পাশাপাশি দুটি ধ্বনির মিলনে বাংলা ভাষায় স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গ-সন্ধির সাহায্যে শব্দ গঠন করা যায়। যেমন : নর+অধম=নরাধম, দিক+অন্ত=দিগন্ত, আবিঃ+ভাব=আবির্ভাব ইত্যাদি।

৫. বিভক্তিযোগ শব্দ গঠন : বাংলা ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের সাথে শ্বদ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়। যেমন: রহিম+কে=রহিমকে, চল+ছে=চলছে ইত্যাদি।

0
0
0
0
0

Download Post

Similar Posts

  • সারমর্ম: হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?

    1 min readহোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?”কহিলাম, “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”কহিল সে কাছে সরে আসি-“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-গিয়াছে চলিয়া ধীর পুষ্পশূন্য দিগন্তের পথেরিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে।”…

  • |

    সারাংশ: অমঙ্গলের অপলাপ করিও না

    2 min read Table of Contents অমঙ্গলের অপলাপ করিও না; অমঙ্গল তোমার সহচর সারাংশ: অমঙ্গলের অপলাপ করিও না; অমঙ্গল তোমার সহচর অমঙ্গলের অপলাপ করিও না; অমঙ্গল তোমার সহচর, তুমি ছাড়িতে চাহিলেও সে তোমাকে ছাড়িবে না। মঙ্গল ও অমঙ্গল সমানভাবে তোমাকে জড়াইয়া থাকিবে। যতদিন তোমার জাগ্রতাবস্থা স্ফুর্তি পাইবে, ততদিন মঙ্গলের সঙ্গে অমঙ্গলও নিত্য ফুটিয়া উঠিবে। যখন…

  • |

    মানুষের এক বড় সৃষ্টি তার সাহিত্য

    2 min read Table of Contents মানুষের এক বড় সৃষ্টি তার সাহিত্য সারাংশ: মানুষের এক বড় সৃষ্টি তার সাহিত্য মানুষের এক বড় সৃষ্টি তার সাহিত্য। তার বৈচিত্র্যময় জীবনের অন্তধারা দিয়ে মানুষ সাহিত্যের নানা শাখাকে রসে সমৃদ্ধ করে তুলেছে। যুগ যুগ ধরে মানুষের মনোরাজ্যের লীলা খেলার কল্পলোকের বিচিত্র সূর ধ্বনিত হয়েছে। সাহিত্য সৃষ্টির গোড়া মানুষের চিন্তারাজ্যের…

  • |

    রচনাঃ একটি শীতের সকাল

    7 min read Table of Contents একটি শীতের সকাল ভূমিকা: শীতের আগমন: শীতের সকালের আবরূপ: শীতের সকালের কৃষাণ-কৃষাণী: নগরে শীতের সকাল: গ্রামে শীতের সকালঃ শীতের সকালের প্রকৃতি: শীতের সকালে গরিব লােকের অবস্থা: শীতের সকালের উপকারিতা: উপসংহার: বাংলা দ্বিতীয় পত্র একটি শীতের সকাল “ রাত্রি শেষ।কুয়াশায় ক্লান্তমুখ শীতের সকালপাতার ঝরােকা খুলে ডানা ঝাড়ে ক্লান্ত হরিয়াল।শিশির স্নাত…

  • বাংলা দ্বিতীয় পত্রঃ সমাস

    4 min read Table of Contents বাংলা দ্বিতীয় পত্রঃ সমাস সমাস কী সমাসের সজ্ঞা : সমাসের পরিভাষাঃ সমাসের প্রকারভেদ বাংলা দ্বিতীয় পত্রঃ সমাস সমাস কী ’সমাস’ শব্দের অর্থ সংক্ষেপন, মিলন, একাধিক পদের একপদীকরণ। সমাস শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্য সমাসের সৃষ্টি। অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা…

  • রচনাঃ মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠরা

    9 min read Table of Contents মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠরা ভূমিকা: বীরশ্রেষ্ঠ সম্মাননা যেভাবে এলো: বীরশ্রেষ্ঠ সাতজন: বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর: বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান: বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল: বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন: বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ: উপসংহার: মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠরা (সংকেত: ভূমিকা; বীরশ্রেষ্ঠ সম্মাননা যেভাবে এলো; বীরশ্রেষ্ঠ সাতজন; বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *