সারমর্ম: দন্ডিতের সাথে

safi image 67c2f3e679968

1 min read

Advertisements

দন্ডিতের সাথে

দন্ডিতের সাথে
দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ
কোন ব্যথা নাহি পায়, তার দন্ডে দান
প্রবলের অত্যাচার। যে দ- বেদনা
পুত্ররে না পার দিতে, সে কারেও দিও না।
যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে,
মহাঅপরাধী হবে তুমি তার কাছে।

সারমর্ম: অপরাধপ্রবণ মানুষের জন্মগত প্রবৃত্তি নয়। কাজেই কোনাে অপরাধীকে শাস্তি দেওয়ার আগে বিচারককে আন্তরিক ও সহমর্মী হওয়া উচিত। যে বিচারক দণ্ড দিতে গিয়ে অপরাধীর প্রতি সহানুভূতিশীল হন তার বিচারই হবে সর্বশ্রেষ্ঠ বিচার।

0
1
0
0
0

Download Post

Similar Posts

  • সারমর্ম: সন্ধ্যার আলো লেগেছে নয়নে, স্পন্দিত প্রাণমন

    2 min readসন্ধ্যার আলো লেগেছে নয়নে, স্পন্দিত প্রাণমন ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন সন্ধ্যার আলো লেগেছে নয়নে, স্পন্দিত প্রাণমন,চলিতে দীঘির কিনারে কাঁপিছে জানু গিরি তৃণবন।ঘুমের নিভৃতে নিঃশ্বাস পড়ে, হংস ফিরিছে ঘরে।শাবকেরা তার ঘিরিয়া চলেছে, ডানা হতে জল ঝরে।সহসা শুনিনু কর্ণ তুলিয়া হংস কহিছে ডাকি,‘চক্ষুতে ধরা রেখেছে যে ধরি, আমারি মত সে পাখি,মরাল সেজন মরণ…

  • সারমর্ম: কাঁদিবার নহে শুধু বিশাল প্রাঙ্গণ

    2 min readকাঁদিবার নহে শুধু বিশাল প্রাঙ্গণ ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন কাঁদিবার নহে শুধু বিশাল প্রাঙ্গণ।রাবণের চিতাসম যদিও আমারজ্বলিছে জ্বলুক প্রাণ, কেন এ ক্রন্দন?অপরের দুঃখ-জ্বালা হবে মিটাইতেহাসি-আবরণ টানি দুঃখ ভুলে যাও,জীবনের সর্বস্ব, অশ্রু মুছাইতেবাসনার স্তর ভাঙ্গি বিশ্বেরে ঢেলে দাও।হায়. হায়, জন্মিয়া যদি না ফুটালেএকটি কুসুমকলি নয়ন কিরণে,একটি জীবনব্যথা যদি না জুড়ালেবুকভরা প্রেম ঢেলে…

  • সারমর্ম: নমি আমি প্রতিজনে, আদ্বিজ চন্ডাল

    2 min read Table of Contents নমি আমি প্রতিজনে, আদ্বিজ চন্ডাল সারমর্ম ২:    সারমর্ম ৩:  নমি আমি প্রতিজনে, আদ্বিজ চন্ডাল ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন নমি আমি প্রতিজনে, আদ্বিজ চন্ডাল,প্রভু, ক্রীতদাস।সিন্ধুমূলে জলবিন্দু-বিশ্বমূলে অণু;সমগ্রে প্রকাশ।নমি কৃষি তন্তুজীবী স্থপতি, তক্ষক,কর্ম, চর্মকার।অদ্রিতলে শিলাখন্ড- দৃষ্টি অগোচরেবহু অদ্রি-বার।কত রাজ্য, কত রাজা গড়িছ নীরবেহে পূজা, হে প্রিয়।একত্বে বরেণ্য তুমি,…

  • সারমর্ম: যারে তুই ভাবিস ফণী

    1 min readযারে তুই ভাবিস ফণী ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন যারে তুই ভাবিস ফণীতারো মাথায় আছে মণিবাজা তোর প্রেমের বাঁশিভবের বনে ভয় বা কারে?সবাই যে তোর মায়ের ছেলেরাখবি কারে, কারে ফেলে?একই নায়ে সকল ভায়েযেতে হবে রে ওপারে। সারমর্ম: মানুষ হিসেবে আমাদের মধ্যে আছে প্রেম-ভালোবাসা। ভালোবাসার দৃষ্টিতেই সব মানুষকে দেখতে হবে। কেউ শত্রু, কেউ…

  • |

    সারমর্ম: আমার একার সুখ, সুখ নহে ভাই

    2 min read Table of Contents বাংলা দ্বিতীয় পত্র আমার একার সুখ, সুখ নহে ভাই সারমর্ম: বাংলা দ্বিতীয় পত্র আমার একার সুখ, সুখ নহে ভাই আমার একার সুখ, সুখ নহে ভাই,সকলের সুখ সখা, সুখ শুধু তাই।আমার একার আলাে সে যে অন্ধকারযদি না সবারে অংশ দিতে আমি পাই।সকলের সাথে বন্ধু সকলের সাথে,যাইব কাহারে বলাে, ফেলিয়া পশ্চাতে?ভাইটি…

  • সারমর্ম: পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস?

    2 min read Table of Contents পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস? সারমর্ম ২: সারমর্ম ৩:   পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস? ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস?পরের ভঙ্গি নকল করে নটের মত কেন চলিস?তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন ধাতা আপন হাতে,মুছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. আপনাদের জন্য অনেক ছাত্র ছাত্রির শুভিদা হয়েছে। ধন্যবাদ Proshna.com <3