সারমর্ম: মান দিও মা আমায় তুমি

proshna featured

1 min read

Advertisements

মান দিও মা আমায় তুমি

মান দিও মা আমায় তুমি
চাইনে আমি মানকে-
বরে নেব আমি তোমার
নিবিড় নীরব দানকে।
গভীর রাতের অন্ধকারে
গ্রহ চন্দ্র তারকারে
যে তান দিয়ে হাসাইয়ে
হাসাতে বিশ্ব-প্রাণকে
প্রাণ আমার জাগাইয়ে
তোল গো সে তানকে-
আড়ম্বরে মত্ত যারা হৃদয়তে অন্ধ
বুঝিবে না তারা আমার নিরিবিলির আনন্দ
শুয়ে ধূলায় পথের পরে
তাকায়ে ওই নীলাম্বরে,
গাহিতে চাই আমি আমার
জগৎ-জোড়া গানকে-
মান দিও না আমায় তুমি
চাইনে আমি মানকে।

সারমর্ম: কবি কোনো মান, ধনসম্পদ আড়ম্বর চান না। বিশ্বপ্রকৃতির ছন্দকে, আনন্দকে তিনি নিজ হৃদয়ে উপলব্ধি করতে চান। তিনি চান গোটা মানব জাতির অন্তরের আনন্দকে, অন্তরের বাণীকে বিশ্বমাঝে ছড়িয়ে দিতে। এ কারণেই তিনি ঈশ্বরের নিকট প্রার্থনা করছেন।

0
0
0
0
0

Download Post

Similar Posts

  • সারমর্ম: সব ঠাঁই মোর ঘর আছে, আমি

    1 min readসব ঠাঁই মোর ঘর আছে, আমি ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন সব ঠাঁই মোর ঘর আছে, আমিসেই ঘর মরি খুঁজিয়াদেশে দেশে মোর দেশ আছে, আমিসেই দেশ লব বুঝিয়া।পরবাসী আমি যে দুয়ারে চাইতার মাঝে মোর আছে যেই ঠাঁই,কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই,সন্ধান লব বুঝিয়া;ঘরে ঘরে আছে পরম আত্মীয়,তারে আমি ফিরি খুঁজিয়া। সারমর্ম: বিশ্বমানবের…

  • সারমর্ম: সন্ধ্যার আলো লেগেছে নয়নে, স্পন্দিত প্রাণমন

    2 min readসন্ধ্যার আলো লেগেছে নয়নে, স্পন্দিত প্রাণমন ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন সন্ধ্যার আলো লেগেছে নয়নে, স্পন্দিত প্রাণমন,চলিতে দীঘির কিনারে কাঁপিছে জানু গিরি তৃণবন।ঘুমের নিভৃতে নিঃশ্বাস পড়ে, হংস ফিরিছে ঘরে।শাবকেরা তার ঘিরিয়া চলেছে, ডানা হতে জল ঝরে।সহসা শুনিনু কর্ণ তুলিয়া হংস কহিছে ডাকি,‘চক্ষুতে ধরা রেখেছে যে ধরি, আমারি মত সে পাখি,মরাল সেজন মরণ…

  • সারমর্ম: হউক সে মহাজ্ঞানী মহাধনবান

    2 min readহউক সে মহাজ্ঞানী মহাধনবান ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন হউক সে মহাজ্ঞানী মহাধনবান,অসীম ক্ষমতা তার অতুল সম্মান,হউক বিভব তার সম সিন্ধু জল,হউক প্রতিভার তার অক্ষুন্ন উজ্জ্বল।হউক তার বাস রম্যহর্ম্য মাঝে,থাকুক সে মণিময় মহামূল্য সাজে।কিন্তু সে সাধে কি কভু জন্মভূমি হিত,স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিৎ।জানাও সে নরাধমে জানাও সত্বর,অতীব ঘৃণিত সে পাষন্ড বর্বর।…

  • সারমর্ম: বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়

    1 min readবৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয় ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়লভিব মুক্তির স্বাদ। এই বসুধারমৃত্তিকার পাত্রখানি ভরি বারংবারতোমা অমৃত ঢালি দিবে অবিরতনানা বর্ণ গন্ধময়। প্রদীপের মতো।সমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায়জ্বালায়ে তুলিবে আলো তোমারি শিখায়। সারমর্ম: সংসারী মানুষ সংসারের মায়া-মমতা, বন্ধনের মধ্যে থেকেই ঈশ্বরের…

  • সারমর্ম: দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার

    1 min readদুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবারলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার।দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?কে আছে জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ।এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। সারমর্ম: পৃথিবীতে…

  • সারমর্ম: সাগর পাড়ি দেব আমি নবীন সদাগর

    2 min readসাগর পাড়ি দেব আমি নবীন সদাগর ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন সাগর পাড়ি দেব আমি নবীন সদাগর-সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর।আমার ঘাটের সওদা নিয়ে যাবে দূরের ঘাটে,চলবে আমার বেচাকেনা বিশ্ব জোড়া হাটে,ময়ুরপঙ্খি বজরা আমার সাতখানা পাল তুলেঢেউয়ের দোলায় মরাল-সম চলবে দুলে দুলে।সিন্ধু আমার বন্ধু হবে, রতন মানিক তারআমার তরী বোঝাই দিতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *