সিরাজউদ্দৌলা: HSC বাংলা ১ম পত্র MCQ

সিরাজউদ্দৌলা

সিকান্দার আবু জাফর


‘নাটক’ শব্দের আভিধানিক অর্থ কী?

ক) অভিনয় করা
খ) নড়াচড়া করা

গ) নৃত্যগীতকরা
ঘ) সংলাপ করা

সিরাজউদ্দৌলার ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কীসের শিল্প মানসকে স্পর্শ করেছে?

ক) ট্রাজেডির
খ) কমেডির
গ) মেলোড্রামার
ঘ) ট্রাজিকমেডির

‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কয়টি অঙ্ক ও দৃশ্যে রচিত?

ক) চারটি অঙ্কে বারোটি দৃশ্যে
খ) পাচটি অঙ্কে পনেরোটি দৃশ্যে
গ) ছয়টি অঙ্কে বারোটি দৃশ্যে
ঘ) ছয়টি অঙ্কে পনেরোটি দৃশ্যে

‘কলিমদ্দি দফাদার’ সব সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে থাকলেও অন্তরালে মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহায়তা করেন। তার চরিত্রের কোন বিশেষ দিকটি রাইসুল জুহালার কর্মকাণ্ডে প্রতিভাত হয়?

ক) দেশপ্রেম
খ) আচরণগত দিক
গ) আত্মমর্যাদাবোধ
ঘ) কুটকৌশল

ওয়ালি খান ইংরেজদের হয়ে যুদ্ধ করেছে কেন?

ক) নিজে নবাব হওয়ার জন্য
খ) ব্রিটিশদের মর্যাদা রক্ষার জন্য
গ) কোম্পানির টাকার জন্য
ঘ) বাঙালির বীরত্ব প্রমাণের জন্য

‘কেউ এক চুল নড়লে প্রাণ যাবে ।’__ সংলাপটি কার?

ক) রায়দুর্লভের
) মানিকচাঁদের
গ) রাজবল্লভের
ঘ) জগৎশেঠের

ভাগীরথী নদী কোথায় অবস্থিত?

ক) দিল্লিতে
খ) মুর্শিদাবাদে
গ) কলকাতায়
ঘ) দাক্ষিণাত্যে

‘সিরাজউদ্দৌলা’ কোথাকার জলসা চিরকালের মতো ভেঙে দেন?

ক) হীরাঝিলের
খ) মতিঝিলের
গ) বধিরঝিলের
ঘ) হাতিরঝিলের

‘Standing Like Pillars’- কাদের ক্ষেত্রে বলা হয়েছে?

ক) মিরমর্দান, মোহনলাল, সাঁফ্রে
খ) মিরজাফর, রাজবল্লভ, রায়দুর্লভ
গ) ঘসেটি বেগম, মিরজাফর, শওকতজঙ্গ
ঘ) মিরণ, শওকতজঙ্গ, নওয়াজিস খা

নবীন মাধব নিতান্তই অকর্মণ্য নাচওয়ালি ছাড়া সে কিছুই জানে না। নবীন মাধব চরিত্রটির সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে মিল খুঁজে পাওয়া যায়?

ক) শওকতজঙ্গ
খ) জগৎশেঠ
গ) রাজদুর্লভ
ঘ) কৃষ্ণবল্লভ

মিরজাফরের গুপ্তচর কে?

ক) কমর বেগ
খ) উমর বেগ
গ) মানিকচাদ
ঘ) রাইসুল জুহালা

‘প্রাগৈতিহাসিক’ গল্পে আহত ভিখুকে আশ্রয় দেয় পেহ্লাদ বাগদী। কিন্তু শেষ পর্যন্ত ভিখু তার ঘরেই আগুন দেয়। ভিখু চরিত্রে সিরাজউদ্দৌলা নাটকের কাদের ছায়াপাত লক্ষ করা যায়?

ক) মোহনলালের
খ) ইংরেজদের
গ) দেশবাসীর
ঘ) নবাব সৈন্যদের

‘শুধু শওকত জঙ্গের কেন, আমাদের শত্রুদের শক্তি বৃদ্ধির জন্যেও ওঁর দাম কম নয়।’- উত্তিতে সিরাজউদ্দৌলা কার প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন?

ক) মিরজাফরের
খ) মিরনের
গ) জগৎশেঠের
ঘ) ঘসেটি বেগমের

‘চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র’- সংলাপটি রায়দুর্লভ কাকে উদ্দেশ্য করে বলেছে?

ক) মিরজাফরের
খ) মিরনের
গ) নবাবকে
ঘ) মিরমর্দানকে

‘সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিন্যাল’- উত্তিটি কার?

ক) মিরজাফরের
খ) লর্ড ক্লাইভের
গ) মিরনের
ঘ) ওয়াটসের

সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য মোহাম্মদী বেগকে কত টাকা অগ্রিম দিতে হয়?

ক) দুই হাজার
খ) পাঁচ হাজার
গ) দশ হাজার
ঘ) পনেরো হাজার

মিরজাফর আলী খাঁ নবাব হবার জন্য যে ষড়যন্ত্রকারীদের সাথে হাত মেলান তারা হলেন_

i. রাজবল্লভ
ii. জগৎশেঠ
iii. রায়দুর্লভ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

‘ছেঁড়া গাউন দড়িতে শুকাতে দেয়’ ইংরেজ মহিলার ভাষ্য অনুযায়ী ইংরেজদের পরিস্থিতি হল-

i. দিনের পর দিন এক বেলা খেতে হচ্ছে
ii. প্রায়ই না খেয়ে থাকতে হচ্ছে
iii. আহোরাত্র এক কাপড় পরতে হচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল —

i. ডাচরা
ii. ফরাসিরা
iii. ইংরেজরা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

❤️ 0
😂 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top