1. নবীন মাধব নিতান্তই অকর্মণ্য নাচওয়ালি ছাড়া সে কিছুই জানে না। নবীন মাধব চরিত্রটির সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে মিল খুঁজে পাওয়া যায়?
2. 'প্রাগৈতিহাসিক' গল্পে আহত ভিখুকে আশ্রয় দেয় পেহ্লাদ বাগদী। কিন্তু শেষ পর্যন্ত ভিখু তার ঘরেই আগুন দেয়। ভিখু চরিত্রে সিরাজউদ্দৌলা নাটকের কাদের ছায়াপাত লক্ষ করা যায়?
3. 'চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র'- সংলাপটি রায়দুর্লভ কাকে উদ্দেশ্য করে বলেছে?
4. 'নাটক' শব্দের আভিধানিক অর্থ কী?
5. সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য মোহাম্মদী বেগকে কত টাকা অগ্রিম দিতে হয়?
6. 'Standing Like Pillars'- কাদের ক্ষেত্রে বলা হয়েছে?
7. 'কেউ এক চুল নড়লে প্রাণ যাবে ।'__ সংলাপটি কার?
8. 'সিরাজউদ্দৌলা' কোথাকার জলসা চিরকালের মতো ভেঙে দেন?
9. 'কলিমদ্দি দফাদার' সব সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে থাকলেও অন্তরালে মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহায়তা করেন। তার চরিত্রের কোন বিশেষ দিকটি রাইসুল জুহালার কর্মকাণ্ডে প্রতিভাত হয়?
10. 'শুধু শওকত জঙ্গের কেন, আমাদের শত্রুদের শক্তি বৃদ্ধির জন্যেও ওঁর দাম কম নয়।'- উত্তিতে সিরাজউদ্দৌলা কার প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন?