এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর


সুমি : কেমন আছ?

তৃষ্ণা : ভালো বন্ধু । তোমার খবর কি?

সুমি: ভালো, তবে পরীক্ষার প্রস্তুতী নিয়ে চিন্তিত আছি।

তৃষ্ণা : তুমি কোন বিষয়টি নিয়ে বেশি চিন্তিত?

সুমি : আমি ইংরেজি বিষয়ে প্রস্তুতি নিয়ে বেশ চিন্তিত। পরিক্ষার পূর্ব মূহুর্তে এসে মনে হচ্ছে, যা পড়েছি কিছুই মনে থাকছে না।

তৃষ্ণা : চিন্তা করো না বন্ধু, পরীক্ষার আগে এমনই হয়। আমারও মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। দেখবে পরীক্ষায় ঠিকই সব লিখতে পারবে। শ্রেণি পরীক্ষার সময়ও এমনই হয়েছিল, না?

সুমি : হ্যা, কিন্তু এইচএসসি পরীক্ষা আমার মনে বাড়তি চাপ সৃষ্টি করেছে বলেই মনে হচ্ছে। তোমার ইংরেজি প্রস্তুতি কেমন?

তৃষ্ণা : ভালো। আমি চিন্তা করছি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের নৈবত্তিক নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছি।

সুমি : নৈব্যত্তিক অংশে ভালো করতে হলে তোমাকে অবশ্যই মূল বই থেকে প্রতিটি অধ্যায় ভালো ভাবে পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্রে ভালো করতে বিষয় গুলো বুঝে পড়ার বিকল্প নেই। কেননা, কেবলমাত্র কয়েকটি নৈব্যত্তিক প্রশ্ন মুখস্ত করে পরিক্ষায় কমন পাওয়া বেশ কঠিন। অন্য দিকে, তুমি যদি তুমি যদি বিষয় গুলো সম্পর্কে পরিপূর্ণ ধারনা অর্জন করতে পারো তাহলে নৈবত্তিক প্রশ্ন যে ভাবেই আসুক না কেন তুমি তার সঠিক উত্তর দিতে পারবে।

তৃষ্ণা : ঠিক বলেছ বন্ধু, আমি আর চিন্তা করব না। আমি এভাবেই পড়ব।

সুমি : আমিও ইংরেজি নিয়ে আর দুশ্চিন্তা না। শুধু পড়ব আর লিখব। তাহলেই আত্মবিশ্বাস বাড়বে।

তৃষ্ণা : পড়ার মাঝখানে বিশ্রাম নেবে। এতে পড়াটা ভালোভাবে মনে থাকবে।

সুমি : ধন্যবাদ বন্ধু।

তৃষ্ণা : তোমাকেও ধন্যবাদ।

Views: 131 Views
❤️ 1
👎 3
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top