HSC জীব বিজ্ঞান প্রথম পত্র
তৃতীয় অধ্যায় : কোষ রসায়ন MCQ
১. এক অণু গ্লুকোজ ভাঙ্গলে প্রাপ্ত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?
ক) ১:২:২
খ) ১:২:৩
গ) ১:২:১
ঘ) ২:১:১
সঠিক উত্তরঃ গ) ১:২:১
২. আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত?
ক) ১০–২০%
খ) ১২–৩০% .
গ) ৩০–৪০%
ঘ) ৪০–৫০%
সঠিক উত্তরঃ খ) ১২–৩০%
৩. ভিটামিন সি ও সরবিটল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
ক) লিপিড
খ) ট্রায়োজ
গ) রাইবোজ
ঘ) গ্লুকোজ
সঠিক উত্তরঃ ঘ) গ্লুকোজ
৪. কোনটি ট্রাইস্যাকারাইড?
ক) ইন্সুলিন
খ) র্যাফিনোজ
গ) সেলবায়োজ
ঘ) ল্যাকটোজ
সঠিক উত্তরঃ খ) র্যাফিনোজ
৫. উদ্ভিদে সবসময় কোন ধরনের গ্লুকোজ থাকে?
ক. D- গ্লুকোজ
খ) L – গ্লুকোজ
গ) β – D গ্লুকোজ
ঘ) α – L গ্লুকোজ
সঠিক উত্তরঃ ক. D- গ্লুকোজ
৬. সুক্রোজকে আদ্রবিশ্লেষণ করলে কী পাওয়া যায়?
ক) এক অনু গ্লুকোজ দুই অণু ফ্রুক্টোজ
খ) দুই অনু গ্লুকোজ দুই অণু ফ্রুক্টোজ
গ) এক অনু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ
ঘ) দুই অনু গ্লুকোজ দুই অণু ফ্রুক্টোজ
সঠিক উত্তরঃ গ) এক অনু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ
৭. পাতায় প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট কী হিসেবে বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়?
ক) গ্লুকোজ
খ) ফ্রুক্টোজ
গ) সুকরোজ
ঘ) স্টার্চ
সঠিক উত্তরঃ গ) সুকরোজ
৮. α-D গ্লুকোজ ও β – D ফ্রুক্টোজের কত নং কার্বনের মাঝে গ্লাইকোসাইডিক বন্ধনী সৃষ্টি হয়?
ক) ১ ও ৩নং
খ) ১ও ২নং
গ) ১ও ৪ নং
ঘ) ১ ও ১ নং
সঠিক উত্তরঃ খ) ১ও ২নং
৯. স্টার্চের রাসায়নিক সংকেত কী?
ক) C6H2O6
খ) C12H22O11
গ) (C6H10O5)n
ঘ) C5H10O5
সঠিক উত্তরঃ গ) (C6H10O5)n
১০. কোনটি প্রাণিকুলের প্রধান খাদ্য?
ক) সেলুলোজ
খ) স্টার্চ .
গ) লিপিড
ঘ) প্রোটিন
সঠিক উত্তরঃ খ) স্টার্চ
১১. সায়ানোব্যাকটেরিয়া ও ছত্রাকের সঞ্চিত খাদ্য কী?
ক) গ্লাইকোজেন
খ) স্টার্চ
গ) সেলুলোজ
ঘ) আমাইলোজ
সঠিক উত্তরঃ ক) গ্লাইকোজেন
১২. রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?
ক) গ্লাইকোজেন
খ) রাইবোজ
গ) সেলুলোজ
ঘ) ইরিথ্রোজ
সঠিক উত্তরঃ ক) গ্লাইকোজেন
১৩. পেপটাইড বন্ধনী কোন যৌগে দেখা যায়?
ক) কার্বোহাইড্রেট
খ) লিপিড
গ) প্রোটিন
ঘ) ভিটামিন
সঠিক উত্তরঃ গ) প্রোটিন
১৪. জীবনের ভাষা কোনটি?
ক) Carbohydrates
খ) Proteins
গ) Lipids
ঘ) Vitamins
সঠিক উত্তরঃ খ) Proteins
১৫. প্রোটিন গঠনে অংশগ্রহণকারী অ্যামিনো এসিডের সংখ্যা কয়টি?
ক) ১০
খ) ২০
গ) ৩০
ঘ) ৪০
সঠিক উত্তরঃ খ) ২০
১৬. ডিমের সাদা অংশে কোন জাতীয় প্রোটিন পাওয়া যায়?
ক) আ্যালবুমিন
খ) গ্লোবিউলিন
গ) গ্লুটেলিন
ঘ) প্রোলামিন
সঠিক উত্তরঃ ক) আ্যালবুমিন
১৭. কোনটি আলকোহলে দ্রবীভূত হয়?
ক) প্রোটামিন
খ) প্রোলামিন
গ) গ্লোবিউলিন
ঘ) গ্লুটেলিন
সঠিক উত্তরঃ খ) প্রোলামিন
১৮. এরাচিন কোনটিতে পাওয়া যায়?
ক) আলু
খ) গম
গ) শিম
ঘ) চিনাবাদাম
সঠিক উত্তরঃ ঘ) চিনাবাদাম
১৯. স্যামন মাছের শুক্রাণুতে কোনটি থাকে?
ক) এরাচিন
খ) সালমিন
গ) সেরিন
ঘ) সিস্টিন
সঠিক উত্তরঃ খ) সালমিন
২০. রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা ভালো?
ক) LDL
খ) HDL
গ) কোলেস্টেরল
ঘ) সাবস্ট্রেট
সঠিক উত্তরঃ খ) HDL
২১. এনজাইমের কর্মক্ষমতা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত?
ক) তাপ
খ) pH
গ) অণুর আকার
ঘ) সাবস্ট্রেট
সঠিক উত্তরঃ খ) pH
২২. কোনটি এনজাইমের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়?
ক) Ag
খ) Zn
গ) Mn
ঘ) Cu
সঠিক উত্তরঃ গ) Mn
২৩. রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে__
i. রক্তনালি পথ সরু হয়ে যায়
ii. শরীরে রক্তচাপ বেড়ে যায়
iii. রক্ত সরবরাহ বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ ক) i ও ii
২৪. তালা-চাবি মতবাদ অনুসারে_
i. হাইড্রোজেন বা আয়নিক বন্ধন দ্বারা Enzyme substrate complex গঠিত হয়
ii. এনজাইম সাবস্ট্রেট অণু ভেঙ্গে নিয়ে অণুগুলো ক্ষুদ্র অণু গঠন করে
iii. বিক্রিয়া শেষে উৎপাদিত পদার্থ বন্ধনীযুস্ত হয়ে দূরে সরে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ খ) i ও iii
২৫. এনজাইমের কার্যদক্ষতা বৃদ্ধি পায়_
i. 40°C এর বেশি তাপমাত্রায়
ii. Mg++, Mn++ এর উপস্থিতিতে
iii. সাবস্ট্রেটের ঘনত্ব বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ গ) ii ও iii
২৬. প্রচুর পরিমাণে গ্লোবিউলিন পাওয়া যায়
i. ভুট্টার জেইন
ii. ডিমের কুসুম
iii. রক্তের সিরাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ গ) ii ও iii
২৭. জীবদেহ গঠনে প্রোটিনের কাজ হলো-
i. এটি বিভিন্ন অঙ্গের আবরণী তৈরি করে
ii. বিভিন্ন টিস্যুর মধ্যে সংযোগ স্থাপন করে
iii. বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ ক) i ও ii
২৮. আধুনিক সংজ্ঞা অনুযায়ী কার্বোহাইড্রেট –
i. -OH গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন
ii. অ্যালডিহাইড বা কিটোন যৌগ যারা আদ্রবিশ্লেষণ হয় না
iii. অক্সিজেন, কার্বন ও হাইড্রোজেন অনুপাত ১:১:২
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তরঃ খ) i ও iii
আরও কয়েকটি গুরুত্বপুর্ণ MCQ:
- কোষ ও এর গঠন – HSC জীব বিজ্ঞান (প্রথম পত্র) প্রথম অধ্যায়
- ভৌতজগৎ ও পরিমাপ – HSC পদার্থ বিজ্ঞান – প্রথম অধ্যায়
- ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML – MCQ