পুরুষ ও স্ত্রী বাচক শব্দ MCQ

Table of Contents

পুরুষ ও স্ত্রী বাচক শব্দ MCQ

HSC বাংলা দ্বিতীয় পত্র

তৃতীয় অধ্যায়


নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই?

ক) চৌধুরী
খ) কুলটা
গ) নবীন
ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তরঃ ঘ) কোনটিই নয়

নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) মজুরানী
খ) ঠাকুরানী
গ) মলিনা
ঘ) সৎমা

সঠিক উত্তরঃ ঘ) সৎমা

কোনটির শুধু স্ত্রীবাচক হয়?

ক) সন্তান
খ) সৎমা
গ) ঢাকী
ঘ) ঘোষজা

সঠিক উত্তরঃ খ) সৎমা

কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

ক) সতীন
খ) বিধাতা
গ) সপত্নী
ঘ) বিপত্নী

সঠিক উত্তরঃ ক) সতীন

ধাত্রী শব্দটি কোন লিঙ্গ?

ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) উভয়লিঙ্গ

সঠিক উত্তরঃ খ) স্ত্রীলিঙ্গ

‘গরীয়ান’ শব্দটি কোন লিঙ্গ?

ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) উভয়লিঙ্গ

সঠিক উত্তরঃ ক) পুংলিঙ্গ

‘বধু’ হচ্ছে-

ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) নিত্য স্ত্রীলিঙ্গ
ঘ) উভয়লিঙ্গ

সঠিক উত্তরঃ ঘ) উভয়লিঙ্গ

কোনটির স্ত্রীবাচক শব্দ নেই?

ক) কবিরাজ
খ) ঢাকি
গ) কৃতদার
ঘ) সবগুলো

সঠিক উত্তরঃ ঘ) সবগুলো

দালান শব্দটি কোন লিঙ্গ?

ক) উভয়লিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তরঃ গ) ক্লীবলিঙ্গ

কোনটি ক্লীবলিঙ্গ?

ক) কন্যা
খ) স্বামী
গ) বৃক্ষ
ঘ) ননদ

সঠিক উত্তরঃ গ) বৃক্ষ

সমিতি কোন লিঙ্গ?

ক) ক্লীবলিঙ্গ
খ) পুংলিঙ্গ
গ) স্ত্রীলিঙ্গ
ঘ) উভয়লিঙ্গ

সঠিক উত্তরঃ ক) ক্লীবলিঙ্গ

কোন শব্দটি নিত্য পুরুষবাচক?

ক) কবিরাজ
খ) জ্ঞানী
গ) সতীন
ঘ) সম্রাট

সঠিক উত্তরঃ ক) কবিরাজ

লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

ক) সাহেব
খ) বেয়াই
গ) সঙ্গী
ঘ) কবিরাজ

সঠিক উত্তরঃ ঘ) কবিরাজ

কবিরাজ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) কবিরাজি
খ) মহিলা কবিরাজ
গ) কবিরাজনী
ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তরঃ ঘ) কোনটি নয়

নিচের কোনটির লিঙ্গান্তর হয় না?

ক) রাঁধুনি
খ) সতীন
গ) কবি
ঘ) আচার্য

সঠিক উত্তরঃ খ) সতীন

কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

ক) হুজুরাইন
খ) ঠাকরুন
গ) পাগলী
ঘ) ডাইনি

সঠিক উত্তরঃ ঘ) ডাইনি

নিচের কোন শব্দটি পুরুষবাচক শব্দ নেই?

ক) বাঁদী
খ) দাত্রী
গ) তাদৃশী
ঘ) ডাইনী

সঠিক উত্তরঃ ঘ) ডাইনি

লিঙ্গান্তর হয় না কোন শব্দটির?

ক) ডাক্তার
খ) ধোপা
গ) নাপিত
ঘ) কেরানি

সঠিক উত্তরঃ ঘ) কেরানি

ভূত শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?

ক) ভূতনী
খ) পেত্নী
গ) মেয়ে ভূত
ঘ) ভূতনী

সঠিক উত্তরঃ খ) পেত্নী

সেবক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?

ক) সেবকা
খ) সেবোকি
গ) সেবিকি
ঘ) সেবিকা

সঠিক উত্তরঃ ঘ) সেবিকা

কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ?

ক) ছাত্রী
খ) আয়া
গ) দাদী
ঘ) সৎমা

সঠিক উত্তরঃ গ) দাদী

কোনটি স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?

ক) বিদ্বান
খ) গায়ক
গ) কোকিল
ঘ) দাদা

সঠিক উত্তরঃ ক) বিদ্বান

কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ?

ক) নাটিকা
খ) পুস্তিকা
গ) বনানী
ঘ) মালিকা

সঠিক উত্তরঃ গ) বনানী

মালী শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) মালা
খ) মালিকা
গ)মালিনী
ঘ) মালিনি

সঠিক উত্তরঃ গ)মালিনী

কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?

ক) কবি
খ) নেতা
গ) দাতা
ঘ) বাদশা

সঠিক উত্তরঃ ক) কবি

কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?

ক) সতীন
খ) প্রথমা
গ) গৃহিণী
ঘ) মেছোনী

সঠিক উত্তরঃ ক) সতীন

নিচের কোনটি ক্লীবলিঙ্গ বোঝায়?

ক) ছেলে
খ) কন্যা
গ) খাতা
ঘ) চপলা

সঠিক উত্তরঃ গ) খাতা

‘গনক’ শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি?

ক) গণিকা
খ) গণকী
গ) গণকিনী
ঘ) গণকা

সঠিক উত্তরঃ খ) গণকী

পত্নী অর্থে ব্যবহৃত শব্দ কোনটি?

ক) নেত্রী
খ) বিদুষী
গ) নানী
ঘ) কিশোরী

সঠিক উত্তরঃ গ) নানী

গরিয়সী এর বিপরীত লিঙ্গ কী?

ক) মহৎ
খ) মহান
গ) গরীয়ান
ঘ) মহীয়ান

সঠিক উত্তরঃ গ) গরীয়ান

বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) বাঁদী-বাঁদিনী
খ) ধাত্রা-ধাত্রী
গ) মালি-মালিনী
ঘ) নর-নারী

সঠিক উত্তরঃ ঘ) নর-নারী

নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষ বাচক শব্দ আছে?

ক) ননদ
খ) নবীন
গ) কবিরাজ
ঘ) কুলটা

সঠিক উত্তরঃ ক) ননদ

কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে?

ক) শ্রীমান
খ) শিক্ষক
গ) রজক
ঘ) বুদ্ধিমান

সঠিক উত্তরঃ খ) শিক্ষক

বাদশার লিঙ্গান্তর কোনটি?

ক) রানী
খ) বাদশানী
গ) বেগম
ঘ) সম্রাজ্ঞী

সঠিক উত্তরঃ বেগম

শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি

ক) সুখী
খ) শারী
গ) সুকী
ঘ) সুকা

সঠিক উত্তরঃ খ) শারী

কূলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক ) মহিলা কুলি
খ) কুলিনী
গ) কামিন
ঘ) কামিনী

সঠিক উত্তরঃ গ) কামিন

‘মরদ’ এর বিপরীত লিঙ্গ কোনটি?

ক) মর্দ
খ) জেনানা
গ) জেনানী
ঘ) মরদী

সঠিক উত্তরঃ খ) জেনানা

অরণ্য এর লিঙ্গান্তর কি?

ক) আরন্য
খ) অরণী
গ) অরন্য
ঘ) অরণ্যানী

সঠিক উত্তরঃ অরণ্যানী

দেবর শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?

ক) নন্দাই
খ) ননদ
গ) ভাবি
ঘ) দেবী

সঠিক উত্তরঃ খ) ননদ

বিধবা শব্দের বিপরীত লিঙ্গ কি?

ক) বহুপত্নীক
খ) বিপত্নীক
গ) সধবা
ঘ) অধবা

সঠিক উত্তরঃ গ) বিপত্নীক

নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?

ক) বাদী
খ) সভানেত্রী
গ ) জেলেনি
ঘ) পেত্নী

সঠিক উত্তরঃ গ) জেলেনী

কোনটি স্ত্রীবাচক শব্দ?

ক) মায়াবী
খ) যোগী
গ) দুঃখী
ঘ) বৈষ্ণবী

সঠিক উত্তরঃ ঘ) বৈষ্ণবী

নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

ক) সমার্থক
খ) বৃহদার্থে
গ) বিপরীতার্থে
ঘ) ক্ষুদ্রার্থে

সঠিক উত্তরঃ ঘ) ক্ষুদ্রার্থে

বৃহৎ স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) যোগিনী
খ) অরণ্যানী
গ) ক্ষত্রিয়াণী
ঘ) গীতিকা

সঠিক উত্তরঃ খ) অরণ্যানী

নিচের কোনটির লিঙ্গান্তর অশুদ্ধ?

ক) অবল-অবলা
খ) বাসন্তী-বসন্ত
গ) ধাতা-ধাত্রী
ঘ) অভাব-অভাবী

সঠিক উত্তরঃ খ) বাসন্তী-বসন্ত

নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ নয়?

ক) সূরী
খ) পেত্নী
গ) গরু
ঘ) ত্রয়ী

সঠিক উত্তরঃ গ) গরু

‘ঈ’ প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি?

ক) জেলেনী
খ) অনাথিনী
গ) ছাত্রী
ঘ) মেছোনী

সঠিক উত্তরঃ গ) ছাত্রী

লিঙ্গান্তর করতে নায়ক শব্দের সাথে কোন প্রত্যয় যুক্ত হয়?

ক) আ
খ) ই
গ) ইনি
ঘ) ইকা

সঠিক উত্তরঃ ঘ) ইকা

জরত এর স্ত্রীলিঙ্গ কি?

ক) জারতী
খ) জরিতী
গ) জরতী
ঘ) জাগতি

সঠিক উত্তরঃ গ) জরতী

ক্ষুদ্রার্থে ‘ইকা’ প্রত্যয়যোগে গঠিত-

ক) নায়িকা
খ) সেবিকা
গ) মালিকা
ঘ) শ্যালিকা

সঠিক উত্তরঃ গ) মালিকা

কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই ?

ক) সতী
খ) ঠাকুরন
গ) ঝি
ঘ) ষোড়শী

সঠিক উত্তরঃ ক) সতী

পুস্তিকা কী অর্থে ব্যবহৃত হয়?

ক) স্ত্রীলিঙ্গ
খ) উভয়লিঙ্গ
গ) ক্ষুদ্রার্থে
ঘ) বৃহদার্থে

সঠিক উত্তরঃ গ) ক্ষুদ্রার্থে

কোন শব্দটির স্ত্রীবাচক শব্দ নেই?

ক) সিংহ
খ) কাপুরুষ
গ) নর
ঘ) সম্রাট

সঠিক উত্তরঃ খ) কাপুরুষ

শূদ্র এর স্ত্রী লিঙ্গ কোনটি?

ক) শূদ্রা
খ) শূদ্রাণী
গ) শূদ্রী
ঘ) শূদ্রানী

সঠিক উত্তরঃ ক) শূদ্রা

মানুষ কোন লিঙ্গ?

ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) উভয়লিঙ্গ

সঠিক উত্তরঃ ঘ) উভয়লিঙ্গ

কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে?

ক) শুক
খ) গায়ক
গ) খোকা
ঘ) বর

সঠিক উত্তরঃ ঘ) বর

পুরুষবাচক শব্দ কোনটি?

ক) রজকী
খ) মায়াবী
গ) বৈষ্ণবী
ঘ) শ্রোত্রী

সঠিক উত্তরঃ খ) মায়াবী

আমি শব্দটি কোন লিঙ্গ?

ক) পুরুষ লিঙ্গ
খ) স্ত্রী লিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) উভয়লিঙ্গ

সঠিক উত্তরঃ ঘ) উভয়লিঙ্গ

সাথী শব্দটি কোন লিঙ্গ?

ক) পুরুষ লিঙ্গ
খ) স্ত্রী লিঙ্গ
গ) ক্লিবলিঙ্গ
ঘ) উভয়লিঙ্গ

সঠিক উত্তরঃ ঘ) উভয়লিঙ্গ

শিশু শব্দটি কোন লিঙ্গ?

ক) উভয়লিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) পুংলিঙ্গ

সঠিক উত্তরঃ ক) উভয়লিঙ্গ

‘রাষ্ট্রপতি’ কোন লিঙ্গ?

ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) উভউলিঙ্গ
ঘ) কোনো লিঙ্গি নয়

সঠিক উত্তরঃ গ) উভয় লিঙ্গ

নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

ক) ত্রয়ো
খ) ধাত্রী
মালিনী
ঘ) নারী

সঠিক উত্তরঃ ক) ত্রয়ো

গরু কোন লিঙ্গ?

ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) উভয় লিঙ্গ
ঘ) কোনো লিঙ্গই নয়

সঠিক উত্তরঃ গ) উভয় লিঙ্গ

Views: 119 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top