You are currently viewing লোক-লোকান্তর কবিতার MCQ & Exam
লোক-লোকান্তর কবিতার MCQ & Exam

লোক-লোকান্তর কবিতার MCQ & Exam

লোক-লোকান্তর

আল মাহমুদ

০১. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির চোখের কোটরে কী রং ছিল?

  1. পাকা তরমুজের রং
  2. সবুজ পাতার রং
  3. কাটা সুপারির রং
  4. কাঁচা নারিকেলের রং

০২. ‘লোক-লোকান্তর’ কবিতায় উল্লিখিত বাতাসের তালে কী দুলছিল?

  1. কনকলতা
  2. চন্দনের পাতা
  3. পানলতা
  4. সুপারির ডাল

০৩. ‘নারি’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

  1. না পারি
  2. না করি
  3. নারী
  4. রমণী

০৪. ‘লোকান্তরে’ শব্দের অর্থ কী?

  1. অন্য মানুষ
  2. ব্যতিক্রমী লোক
  3. অন্য লোক
  4. অন্য লোকে

০৫. ‘লোক-লোকান্তর’ কবিতায় তীব্র লাল ছিল কী?

  1. হাত
  2. নখ
  3. চোখ
  4. চুল

০৬. লোক-লোকান্তর’ কবিতায় কবি কোথায় চোখ রাখতে পারছিলেন না?

  1. পানলতার উপর
  2. চন্দনের ডালে
  3. সুপারির ডালে
  4. বন ঝোপে

০৭. লোক থেকে লোকান্তরে কবি কী শোনেন?

  1. আহত কবির গান
  2. ব্যথিত মানুষের গান
  3. আহত পাখির গান
  4. শিল্পীর গান

০৮. কবি আল মাহমুদ তাঁর চেতনাকে পাখি কল্পনা করেছেন কেন?

  1. বন্য প্রকৃতিতে ঘুরতে
  2. উপদেশ পালনে
  3. পাখির প্রতি ভালোবাসায়
  4. প্রকৃতির টানে

০৯. কবির চেতনার সাথে কোনটি তুলনীয়?

  1. প্রকৃতিপ্রীতি
  2. শব্দসৌধ
  3. শাদা সত্যিকার পাখি
  4. বর্ণপ্রীতি

১০. ‘লোক-লোকান্তর’ কী ধরনের কবিতা ?

  1. প্রাকৃতিক
  2. চেতনামূলক
  3. পরজৈবনিক
  4. আত্মজৈবনিক

১১. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির তন্ত্রে মন্ত্রে কী ভরে আছে?

  1. অর্জুনের ডাল
  2. সেগুনের ডাল
  3. চন্দনের ডাল
  4. বনচারী ডাল

১২. বন্য ঝোপ দেখে ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির মনে কী জেগে উঠেছে?

  1. প্রেম
  2. ভয়
  3. চেতনা
  4. কল্পনাশক্তি

১৩. কবি আল মাহমুদ তাঁর চেতনাকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

  1. প্রকৃতি
  2. বৃক্ষ
  3. রূপকথা
  4. পাখি

১৪. আল মাহমুদ এর জন্ম কোন জেলায়?

  1. খুলনা
  2. কুমিল্লা
  3. ব্রাহ্মণবাড়িয়া
  4. বরিশাল

১৫. আল মাহমুদ এর জন্ম কোন গ্রামে?

  1. কাঁঠাল পাড়া
  2. নিমতলি
  3. মৌড়াইল
  4. বালিয়াকান্দি

১৬. আল মাহমুদ এর প্রকৃত নাম কী?

  1. মির মুহম্মদ আল মাহমুদ
  2. মির আবদুস শুকুর আল মাহমুদ
  3. সুলতান মির আল মাহমুদ
  4. মোহাম্মদ মাহমুদ আল জামান

১৭. সাংবাদিকতা ছেড়ে আল মাহমুদ কোথায় যোগদান করেন?

  1. বিজ্ঞান একাডেমি
  2. শিশু একাডেমি
  3. বাংলা একাডেমি
  4. বাংলাদেশ শিল্পকলা একাডেমি

১৮. বাংলাদেশ শিল্পকলা একাডেমির কোন পদ থেকে তিনি অবসরে যান?

  1. মহাপরিচালক
  2. শিল্প সম্পাদক
  3. পরিচালক
  4. শিল্প নির্দেশক

১৯. কোনটি আল মাহমুদ এর কাব্যগ্রন্থ?

  1. লোক-লোকান্তর
  2. নিশিন্দা নারী
  3. চিত্র
  4. বালচুর

২০. আল মাহমুদ রচিত গল্পগ্রন্থ কোনটি?

  1. কবি ও কোলাহল
  2. নিশিন্দা নারী
  3. ডাহুকী
  4. পানকৌড়ির রক্ত

২১. ‘ডাহুকী’ কোন ধরনের গ্রন্থ?

  1. কাব্য
  2. উপন্যাস
  3. নাটক
  4. গল্প

২২. আল মাহমুদ এর পিতার নাম কী?

  1. মির আবদুর রব
  2. মাহমুদ জামান
  3. আবদুর রব মির
  4. আলী মাহমুদ

২৩. আল মাহমুদ এর মাতার নাম কী?

  1. রওশন আরা মির
  2. আমেনা খাতুন
  3. রওশনা রেনেু
  4. আনোয়ারা বেগম

২৪. আল মাহমুদ কোন স্তর পর্যন্ত পড়াশোনা করেন?

  1. উচ্চ মাধ্যমিক স্তর
  2. উচ্চ স্তর
  3. সম্মান স্তর
  4. মাধ্যমিক স্তর

২৫. আল মাহমুদ পেশায় দীর্ঘদিন কী ছিলেন?

  1. শিক্ষক
  2. ব্যবসায়ী
  3. সাংবাদিক
  4. ডাক্তার

২৬. আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

  1. দৈনিক বাংলা
  2. দৈনিক কালের কণ্ঠ
  3. দৈনিক জনকণ্ঠ
  4. দৈনিক গণকণ্ঠ

২৭. আল মাহমুদ ‘দৈনিক কর্ণফুলী’ পত্রিকায় কোন পদে নিযুক্ত ছিলেন?

  1. স্টাফ রিপোর্টার
  2. সম্পাদক
  3. চীফ রিপোর্টার
  4. বার্তা সম্পাদক

২৮. আল মাহমুদ নিচের কোন পুরস্কারটি পেয়েছেন?

  1. নোবেল
  2. শিশু একাডেমি
  3. জীবনানন্দ পুরস্কার
  4. বাংলা একাডেমি

২৯. কোন বিষয়ে অসাধারণ অবদানের জন্য আল মাহমুদ বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন?

  1. জাতীয় চলচ্চিত্রে
  2. সাহিত্যে
  3. গণিতে
  4. পদার্থবিদ্যায়

৩০. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির চেতনা রূপধারণকারী পাখিটির চারপাশে কী ছিল?

  1. দালানকোঠা
  2. পানলতা
  3. বনচারী
  4. মেঘজল

৩১. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির চোখের কোটরে কী রং ছিল?

  1. পাকা তরমুজের রং
  2. কাটা সুপারির রং
  3. কাঁচা নারিকেলের রং
  4. সবুজ পাতার রং

৩২. ‘কালের কলস’ কাব্যগ্রন্থটি কার লেখা?

  1. শামসুর রাহমানের
  2. জীবনানন্দ দাশের
  3. আল মাহমুদের
  4. আহসান হাবিবের

৩৩. কবির চেতনাকে তাঁর কাছে কী মনে হয়েছে?

  1. প্রকৃতি
  2. বন্য পানলতা
  3. চন্দনের ডাল
  4. সত্যিকার পাখি

৩৪. কবির সৃষ্টির প্রেরণা কী?

  1. মফস্বল জীবন
  2. প্রকৃতি মগ্ন জীবন
  3. আধুনিক শহরজীবন
  4. চিরায়ত গ্রামীণ জীবন

৩৫. মাথার ওপরে নিচে কী ছিল?

  1. বনচারী বাতাস
  2. লতা পাতা
  3. ঝোপ ঝাড়
  4. চন্দনের ডাল

৩৬. বনচারী বাতাসের তালে কী দোলে?

  1. বন্য পানলতা
  2. চন্দনের ডাল
  3. গাছের ডাল
  4. মগডাল

৩৭. চন্দনের ডাল কীসে ভরে আছে?

  1. পাখ পাখালিতে
  2. চন্দন ফুলে
  3. তন্ত্রে মন্ত্রে
  4. লাল ফুলে

৩৮. চেতনা বলতে কী বোঝায়?

  1. জ্ঞান
  2. কল্পনাশক্তি
  3. মনের জোর
  4. আত্মসংযম

৩৯. কবি আলমাহমুদের চেতনা কোন গাছের ডালে গিয়ে বসেছিল?

  1. হিজল
  2. চন্দন
  3. নারিকেল
  4. সুপারি

৪০. ‘লোক-লোকান্তর’ কবিতায় উল্লিখিত বাতাসের তালে কী দুলছিল?

  1. মাধবীলতা
  2. চন্দনের পাতা
  3. পানলতা
  4. সুপারির ডাল

৪১. লোকালয় বলতে কী বোঝায়?

  1. কম মানুষের বসতি
  2. ব্যস্ত জনপদ
  3. বসতি আছে এমন
  4. মরূদ্যান

৪২. ‘মনে হয় কেটে যাবে’-এখানে কী কেটে যাওয়ার কথা বোঝানো হয়েছে?

  1. চেতনার
  2. প্রকৃতিপ্রেম
  3. সম্পর্কের বাঁধন
  4. মনের বাঁধন

৪৩. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবি বন্য সুগন্ধি পরাগে মাখছিলেন কেন?

  1. প্রকৃতিপ্রেমে
  2. বন্য হতে
  3. বনে অবস্থান করতে
  4. সৌন্দর্যপ্রীতিতে

৪৪. কবির কাব্যসত্তার মধুরতার সাথে নিবিড় সম্পর্ক নিহিত রয়েছে কোনটির?

  1. সুগন্ধি কাণ্ডের
  2. চন্দনের
  3. স্বপ্নসৌধের
  4. সৃষ্টির বিজয়ের

৪৫. ‘লোক লোকান্তর’ কবিতায় কবি কোথায় চোখ রাখতে পারেন না?

  1. বন্য পান লতায়
  2. বন্য ঝোপের ওপরে
  3. চন্দনের ডালে
  4. সবুজ অরণ্যে

৪৬. ‘পা সবুজ, নখ তীব্র লাল’- পঙ্ক্তির অন্তরালে কী আছে?

  1. বাংলার মানচিত্র
  2. পা ও নখের চিত্র
  3. প্রকৃতির চিত্র
  4. বাংলাদেশের পতাকার রং

৪৭. চিরায়ত গ্রাম বাংলায় কবির কী জুড়ে আছে?

  1. হৃদয়
  2. চোখ
  3. মন
  4. অস্তিত্ব

৪৮. সুগন্ধ পরাগে পাখির কী মাখামাখি হয়ে আছে?

  1. পাখা
  2. ঠোঁট
  3. চোখ
  4. পা

৪৯. চেতনার মণি কেমন হয়?

  1. বড়
  2. বাদামি
  3. উজ্জ্বল
  4. অনুজ্জ্বল

৫০. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবি কী ছিঁড়ে যাওয়ার আশঙ্কা করেছেন?

  1. বাঁধুনি
  2. লোকালয়
  3. পানলতা
  4. সবুজ পা

৫১. ‘লোক-লোকান্তর’ কবিতার নাম আর কী হতে পারত?

  1. আহত কবির গান
  2. চন্দনের ডাল
  3. শাদা পাখি
  4. তুচ্ছ সমাজ ধর্ম

৫২. ‘লোক-লোকান্তর’ কবিতাকে কবির আত্মপরিচয়মূলক কবিতা বলা হয়েছে, কারণ-

  1. কবির অস্তিত্বের সন্ধান নির্ণীত হয়েছে
  2. কবিসত্তার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে
  3. কবির কাব্যবোধ ও কাব্যচেতনার স্বরূপ উদ্ঘাটিত হয়েছে
  4. কবির সৌন্দর্য চেতনা ও ভীতির স্বরূপ প্রকাশ পেয়েছে

৫৩. ‘লোক-লোকান্তর’ কবিতার কবির চেতনায় কোন বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে?

  1. মৃত্যুপ্রীতি
  2. প্রকৃতিপ্রীতি
  3. সুগন্ধিপ্রীতি
  4. পাখিপ্রীতি

৫৪. পাখির ঠোঁট কীসে মাখামাখি হয়ে আছে?

  1. কাদায়
  2. ফলের মধুতে
  3. ফলের রসে
  4. সুগন্ধ পরাগে

৫৫. কবির চেতনা কী রঙের সত্যিকার পাখি?

  1. হলুদ
  2. শাদা
  3. কালো
  4. লাল

৫৬. কাটা সুপারির রং পাখির কোনটিতে ছিল?

  1. পাখির পালকে
  2. ঠোঁটে
  3. চোখের কোটরে
  4. নাকের ভাঁজে

৫৭. লোকান্তর বলতে কী বোঝ?

  1. সমাজ
  2. পৃথিবী
  3. ইহলোক
  4. পরলোক

৫৮. বাঁধুনি ছিঁড়ে যাওয়া বলতে কী বোঝানো হয়েছে?

  1. প্রেম-ভালোবাসা
  2. সত্যপ্রীতি
  3. প্রকৃতি চেতনা
  4. মৃত্যু ভাবনা

৫৯. “মৃত্যুই চিরন্তন সত্য”-কথাটির সঙ্গে ‘লোক- লোকান্তর’ কবিতার কোন চরণের মিল রয়েছে?

  • চোখ যে রাখতে নারি এত বন্য ঝোপের ওপরি
  • যখনি উজ্জ্বল হয় আমার এ চেতনার মণি
  • মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি
  • তাকাতে পারি না আমি রুপে তার যেন এত ভয়

৬০. বন্য ঝোপ দেখে ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির মনে কীসের ভয় জাগ্রত হয়েছে?

  1. কল্যাণ চিন্তা
  2. সমাজ সচেতনতা
  3. মৃত্যুচেতনা
  4. শুভ চিন্তা

৬১. ‘আহত কবির গান’- এখানে কবি আহত কেন?

  1. কষ্টে কবি গান করেন
  2. নিঃসঙ্গ বলে কবি আহত হন
  3. কবিকে কেউ আঘাত করেছে
  4. স্বপ্ন ও বাস্তবতার টানাপোড়েনে

৬২. ‘যখনি উজ্জ্বল হয় আমার এ চেতনার মণি’- পঙ্ক্তি দ্বারা কী বোঝায়?

  1. যখন কাব্যিক বোধ জেগে ওঠে
  2. যখন চেতনা জেগে ওঠে
  3. যখন চোখের মণি প্রখর হয়
  4. যখন মনে স্বপ্ন জাগে

৬৩. মহৎকর্ম এ পৃথিবীতে চির নমস্য। মন্তব্যটির সাথে ‘লোক-লোকান্তর’ কবিতার মিল কোথায়?

  1. কবির চেতনা
  2. বন্য প্রকৃতির ঐশ্বর্য
  3. কবির কবিতা
  4. চন্দনের সুগন্ধি

৬৪. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির ভয়ের মধ্যে কী লুক্কায়িত রয়েছে?

  1. মৃত্যু চেতনা
  2. সৌন্দর্য চেতনা
  3. সামাজিক চেতনা
  4. প্রকৃতি চেতনা

৬৫. কবি তাঁর চেতনাকে শাদা সত্যিকার পাখি বলেছেন কোন যুক্তিতে ?

  1. চেতনা শাদা পাখির মতো বলে
  2. সত্যিকার পাখি চেতনাময় বলে
  3. তাঁর কাব্যবোধ পাখির মতো জীবন্ত বলে
  4. চেতনা ও পাখি সমান্তরাল বলে

৬৬. বাংলার ঐতিহ্য অনুষঙ্গ ফুটে উঠেছে কোন পঙ্ক্তিতে?

  1. রূপে তার যেন এত বয়
  2. কবিতার আসন্ন বিজয়
  3. বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা
  4. আমার এ চেতনার মণি

৬৭. ‘কাটা সুপারির রং’ কোন বিষয়টিকে ইঙ্গিত করে?

  1. রঙের বৈচিত্র্য
  2. গ্রামীণ ঐতিহ্য
  3. অভিনব সৌন্দর্য
  4. জীবনের গভীরতা

৬৮. ‘যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল’- এখানে কোন বিষয়টি গুরুত্বে পেয়েছে?

  1. চন্দনের সৌরভ
  2. চন্দন ডালের ঘ্রাণ
  3. চন্দ্রের সৌন্দর্য
  4. কবিতার ইন্দ্রজাল

৬৯. ‘আমার চেতনা যেন একটি শাদা সত্যিকার পাখি’- পঙ্ক্তিটিতে কোন অলঙ্কারের প্রয়োগ ঘটেছে?

  1. উপমা
  2. উৎপ্রেক্ষা
  3. রূপক
  4. চিত্রকল্প

৭০. ‘তন্ত্রে মন্ত্রে’ শব্দ দ্বারা ‘লোক লোকান্তর’ কবিতায় কী বোঝানো হয়েছে?

  1. জাদুটোনায়
  2. ধর্মমন্ত্রে
  3. মন্ত্রমুগ্ধতায়
  4. নাগমন্ত্রে

৭১. ‘পাখি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  1. বিহঙ্গ
  2. নীড়
  3. গজ
  4. তূর্য

৭২. আল মাহমুদের শিশুতোষ কাব্যগ্রন্থ কোনটি?

  1. কালের কলস
  2. আরব্য রজনীর রাজহাঁস
  3. পাখির কাছে ফুলের কাছে
  4. সোনালী কাবিন

৭৩. ‘অদৃষ্টবাদীদের রান্না বান্না’ কী ধরনের গ্রন্থ?

  1. নাটক
  2. গল্প
  3. কাব্য
  4. উপন্যাস

৭৪. ‘ঠোঁট’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  1. নাসিক্য
  2. লোচন
  3. ওষ্ঠ
  4. অধরা

৭৫. ‘চোখ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  1. লোচন
  2. অধর
  3. অস্থি
  4. কপাল

৭৬. কবির কাব্যসত্তার মধুরতার সঙ্গে কোনটি সম্পর্কিত?

  1. গান
  2. কবিতা
  3. চন্দন
  4. পাখি

৭৭. শব্দ দিয়ে কবি কী গড়ে তোলেন?

  1. স্মৃতি
  2. সৌন্দর্য
  3. চেতনার জগৎ
  4. কাব্য

৭৮. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির চোখের কোটরে কী রং ছিল?

  1. সবুজ পাতার রং
  2. কাটা সুপারির রং
  3. পাকা তরমুজের রং
  4. কাঁচা নারিকেলের রং

৭৯. লোকালয় বলতে কী বোঝায়?

  1. বসতি আছে এমন
  2. মরূদ্যান
  3. কম মানুষের বসতি
  4. ব্যস্ত জনপদ

৮০. ‘মনে হয় কেটে যাবে’-এখানে কী কেটে যাওয়ার কথা বোঝানো হয়েছে?

  1. সম্পর্কের বাঁধন
  2. মনের বাঁধন
  3. চেতনার
  4. প্রকৃতিপ্রেম

৮১. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবি বন্য সুগন্ধি পরাগে মাখছিলেন কেন?

  1. প্রকৃতিপ্রেমে
  2. বন্য হতে
  3. বনে অবস্থান করতে
  4. সৌন্দর্যপ্রীতিতে

৮২. “লোক-লোকান্তর” কবিতায় কবি পাখিটির দিকে তাকাতে পারেন না কেন?

  1. উজ্জ্বল রং বলে
  2. রঙের বাহারের জন্য
  3. চোখ-ধাঁধানো সৌন্দর্যের জন্য
  4. সকল বাঁধন ছিন্ন করে সৃষ্টির জগতে চলে যাবার জন্য

৮৩. উল্লিখিত দিকটি কোন চরণে প্রকাশ পেয়েছে?

  1. আমার চেতনা যেন একটি শাদা সত্যিকারের পাখি
  2. তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়
  3. সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়।
  4. যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল

৮৪. কবি আল-মাহমুদ পাখি রূপে কোথায় প্রবেশ করেছেন?

  1. বন্য প্রকৃতিতে
  2. মন্দিরে
  3. প্রাসাদে
  4. অচিন দেশে

৮৫. কবির কাব্যসত্তার মধুরতার সাথে নিবিড় সম্পর্ক নিহিত রয়েছে কোনটির?

  1. সুগন্ধি কাণ্ডের
  2. স্বপ্নসৌধের
  3. সৃষ্টির বিজয়ের
  4. চন্দনের

৮৬. কবির চেতনার সাথে কোনটি তুলনীয়?

  1. প্রকৃতিপ্রীতি
  2. শব্দসৌধ
  3. শাদা সত্যিকার পাখি
  4. বর্ণপ্রীতি

৮৭. “মৃত্যুই চিরন্তন সত্য”-কথাটির সঙ্গে ‘লোক- লোকান্তর’ কবিতার কোন চরণের মিল রয়েছে?

  1. যখনি উজ্জ্বল হয় আমার এ চেতনার মণি
  2. মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি
  3. চোখ যে রাখতে পারি এত বন্য ঝোপের ওপরি
  4. তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়

৮৮. কবি আল মাহমুদ তাঁর চেতনাকে পাখি কল্পনা করেছেন কেন?

  1. বন্য প্রকৃতিতে ঘুরতে
  2. উপদেশ পালনে
  3. শখের বশবর্তী হয়ে
  4. প্রকৃতির টানে

৮৯. চেতনা বলতে কী বোঝায়?

  1. আত্মসংযম
  2. জ্ঞান
  3. বিবেক
  4. কল্পনাশক্তি

৯০. কবি আল-মাহমুদের চেতনা কোন গাছের ডালে গিয়ে বসেছিল?

  1. তুলা
  2. সুপারি
  3. চন্দন
  4. নারিকেল

৯১. পাখির পায়ের রং কী রঙের?

  1. তীব্র হলুদ
  2. সবুজ
  3. তীব্র লাল
  4. খয়েরি

৯২. পাখি কীসের ডালে বসে আছে?

  1. চন্দনের ডালে
  2. আমের ডালে
  3. শিমুলের ডালে
  4. কড়ইয়ের ডালে

৯৩. চন্দনের ডাল কোথায় ছিল?

  1. বনের মধ্যে
  2. ঝোপের মধ্যে
  3. গহীন জঙ্গলে
  4. সবুজ অরণ্যে

৯৪. কবির চেতনারূপ পাখি কোথায় বসে আছে?

  1. ঝোপের ওপর
  2. পানতলায়
  3. ডালে
  4. সুপারি পাতায়

৯৫. আল মাহমুদ এর জন্ম কত খ্রিস্টাব্দে?

  1. ১৯৩৪ খ্রিস্টাব্দে
  2. ১৯৩৫ খ্রিস্টাব্দে
  3. ১৯৩৬ খ্রিস্টাব্দে
  4. ১৯৩৭ খ্রিস্টাব্দে

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply