লোক-লোকান্তর
আল মাহমুদ
আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক) দৈনিক জনকণ্ঠ
খ) দৈনিক গণকণ্ঠ
গ) দৈনিক বাংলা
ঘ) দৈনিক কালের কণ্ঠ
‘লোক-লোকান্তর’ কবিতায় কবির চেতনাকে তার কাছে কী মনে হয়েছে?
ক) প্রকৃতি
খ) চন্দনের ডাল
গ) সত্যিকার পাখি
ঘ) বন্য পানলতা
কবির চেতনা কী রঙের সত্যিকার পাখি?
ক) কালো
খ) লাল
গ) হলুদ
ঘ) শাদা
‘লোক-লোকান্তর’ কবিতায় পাখির পায়ের রং কী?
ক) হলুদ
খ) বেগুনী
গ) সবুজ
ঘ) লাল
‘মাথার ওপরে নিচে বনচারী’ বাতাসের তালে; ‘মাথার ওপরে নিচে’ বলতে কবি কোনটির প্রতি নির্দেশ করেছেন?
ক) আকাশ পাতাল
খ) সবুজ অরণ্য
গ) মাটি-আকাশ
ঘ) বায়ুমণ্ডলের স্তর
‘লোক-লোকান্তর’ কবিতায় কবির বিচ্ছিন্নতাবোধের বেদনা প্রশমিত হয় কীভাবে?
ক) পাখি তুল্য কবিসত্তা সন্দর স্বপ্নময়তায় আচ্ছন্ন ভেবে
খ) কবির সৃষ্টির বিজয় অবশম্ভাবি ভেবে
গ) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য অবলকন করে
ঘ) চিরায়ত গ্রামবাংলার অস্তিত্বকে ধারণ করে
উদ্দীপকটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি । চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তুপ ।
উদ্দিপকের ভাবের সাথে কোন কবিতার ভাবের মিল রয়েছে?
ক) লোক-লোকান্তর
খ) ঐকতান
গ) সাম্যবাদী
ঘ) সেই অস্ত্র
উদ্দীপকে আলোচ্য কবিতার যে বৈশিষ্ট্যটি ফুঠেছে-
i) প্রকৃতি চেতনা
ii) দেশপ্রেম
iii) নিসর্গগ্রীতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1