|

যে জাতি জীবন হারা অচল অসার

proshna featured

3 min read

Advertisements

যে জাতি জীবন হারা অচল অসার,
পদে পদে বাঁধে তারে জীর্ণ লােকাচার।

ভাব-সম্প্রসারণ: যে জাতি গতিহীন, সে জাতি যেন জড় পদার্থের মতাে। জাতিকে ঐশ্বর্যমণ্ডিত ও সমৃদ্ধিশালী করে গড়ে তুলতে হলে গতিশীল চেতনা ও আদর্শ দরকার। জীবনে গতি না থাকলে জীবনের কোনাে পরিবর্তন ঘটে না। গতি বা পরিবর্তন জীবনের লক্ষণ। গতির যে পরিবর্তন আসে তাতে জীবনকে বােঝা যায় নতুনভাবে, তাতে জীবনের নতুন পরিচয় ফুটে ওঠে।

এ গতির ফলে অতীতের পুরনাে বৈশিষ্ট্য ফেলে নতুন রূপ দেখা দেয়। নদীর গতিতেও সে বৈশিষ্ট্য বর্তমান। নদীর পরিচয় তার গতির মধ্যে, স্রোতের মধ্যে। যদি গতি হারিয়ে নদী এক জায়গায় আটকে যায়, তবে তাকে আর নদী বলা যায় না। তখন তার নাম নদী নয়, বদ্ধ জলাশয় হিসেবে তার পরিচয়; শৈবালে সে জলপূর্ণ হয়। তেমনি যদি কোনাে কারণে জাতির চলার ছন্দ ব্যাহত হয়, তাহলে সে জাতি তার স্বাভাবিক বিকাশ হারিয়ে বিকৃতরূপ পরিগ্রহ করে।

জাতির গতিবেগ যদি থেমে যায় তাহলে জীর্ণ লােকাচার এবং নানা ধরনের কুসংস্কার দ্বারা জাতি বিকারগ্রস্ত হয়। প্রত্যেক জাতিরই থাকে একটি স্বাভাবিক গতি। কোনাে জাতি যদি সেই গতিশীলতা হারিয়ে ফেলে, তাহলে জাতীয় জীবনে দেখা দেয় অবাঞ্ছিত জড়তা। এ জড়তা জাতীয় জীবনের প্রধান অন্তরায়। কালক্রমে এখান থেকেই নানা ধরনের বিকৃতি ও পতনের জন্ম নেয়। সঙ্গে সঙ্গে নানা দেশাচার ও লােকাচারের আবর্জনা-স্থূপ সে জাতির জীবনধারাকে পঙ্গু ও নিশ্চল করে দেয়। তখনই জাতীয় জীবনে কুসংস্কার মহামারী আকার ধারণ করে।

জাতি হাতে পায়ে পরে নানা ধরনের বিধি নিষেধের শিকল। নিষ্ঠুরভাবে পরাধীনতা হাতছানি দেয়। তাই জীর্ণ লােকাচার থেকে রেহাই পাওয়ার জন্য গতিশীল জীবন একান্ত প্রয়ােজন। এক কথায় গতিই জীবন। স্থবিরতা মানে মৃত্যু। সনাতন ধ্যানধারণা এবং কূপমণ্ডুকতা জাতির উন্নতির পথে বিরাট অন্তরায়।

এ ধারণা নিয়ে জাতি এগিয়ে যেতে পারে না। তখন পুরনাে দিনের নানা সংস্কার জীবনকে জড়ায়, থাকে না জীবনের কোন বিকাশ। জাতি হিসেবে তখন তার এগিয়ে যাওয়ার কোনাে নিদর্শন থাকে না। গতিশীল জীবন প্রবাহ জাতীয় জীবনকে প্রাণবন্ত ও উজ্জ্বল করে। যে জাতির জীবনধারা অচল সে জাতির পতন অবশ্যম্ভাবী। গতিশীল জীবন প্রবাহই জাতীয় জীবনকে জীবন্ত ও প্রাণবন্ত করে।

0
0
0
0
0

Download Post

Similar Posts

  • সারমর্ম: নমি আমি প্রতিজনে, আদ্বিজ চন্ডাল

    2 min read Table of Contents নমি আমি প্রতিজনে, আদ্বিজ চন্ডাল সারমর্ম ২:    সারমর্ম ৩:  নমি আমি প্রতিজনে, আদ্বিজ চন্ডাল ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন নমি আমি প্রতিজনে, আদ্বিজ চন্ডাল,প্রভু, ক্রীতদাস।সিন্ধুমূলে জলবিন্দু-বিশ্বমূলে অণু;সমগ্রে প্রকাশ।নমি কৃষি তন্তুজীবী স্থপতি, তক্ষক,কর্ম, চর্মকার।অদ্রিতলে শিলাখন্ড- দৃষ্টি অগোচরেবহু অদ্রি-বার।কত রাজ্য, কত রাজা গড়িছ নীরবেহে পূজা, হে প্রিয়।একত্বে বরেণ্য তুমি,…

  • |

    দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ – ভাবসম্প্রসারণ

    3 min read Table of Contents দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ অথবা, দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় ভাব-সম্প্রসারণ: নীতির বিরুদ্ধাচারণ-ই দুর্নীতি। অর্থাৎ প্রচলিত আইন ও নীতি-নৈতিকতাবিরােধী কাজকে দুর্নীতি বলে। জাতীয় জীবনে এ দুর্নীতি বিরাজ করলে তা জাতির সর্বনাশ ডেকে আনে। এর প্রভাবে একটি জাতির স্বপ্ন…

  • পুরুষ ও স্ত্রী বাচক শব্দ MCQ

    9 min read Table of Contents পুরুষ ও স্ত্রী বাচক শব্দ MCQ HSC বাংলা দ্বিতীয় পত্র নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই? নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? কোনটির শুধু স্ত্রীবাচক হয়? কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? ধাত্রী শব্দটি কোন লিঙ্গ? ‘গরীয়ান’ শব্দটি কোন লিঙ্গ? ‘বধু’ হচ্ছে- কোনটির স্ত্রীবাচক শব্দ নেই? দালান শব্দটি কোন লিঙ্গ? কোনটি ক্লীবলিঙ্গ?…

  • সারমর্ম: সন্ধ্যার আলো লেগেছে নয়নে, স্পন্দিত প্রাণমন

    2 min readসন্ধ্যার আলো লেগেছে নয়নে, স্পন্দিত প্রাণমন ৩০০+ সারাংশ ও সারমর্ম ডাউনলোড করুন সন্ধ্যার আলো লেগেছে নয়নে, স্পন্দিত প্রাণমন,চলিতে দীঘির কিনারে কাঁপিছে জানু গিরি তৃণবন।ঘুমের নিভৃতে নিঃশ্বাস পড়ে, হংস ফিরিছে ঘরে।শাবকেরা তার ঘিরিয়া চলেছে, ডানা হতে জল ঝরে।সহসা শুনিনু কর্ণ তুলিয়া হংস কহিছে ডাকি,‘চক্ষুতে ধরা রেখেছে যে ধরি, আমারি মত সে পাখি,মরাল সেজন মরণ…

  • সাহিত্যিক পরিচিতিঃ সৈয়দ ওয়ালীউল্লাহ্

    3 min read Table of Contents সাহিত্যিক পরিচিতি সৈয়দ ওয়ালীউল্লাহ্ ১. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন ? ২. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন? ৩. সৈয়দ ওয়ালীউল্লাহ্ এর পিতা ছিলেন একজন- ৪. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোন ইংরেজি দৈনিকের সাব-এডিটর হিসেবে নিযুক্ত হন? ৫. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত খ্রিষ্টাব্দে ঢাকা বেতার কেন্দ্রে যোগদান করেন? ৬. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত…

  • সারাংশ: কুসংসর্গও চরিত্রহীনতার অন্যতম কারণ

    2 min read Table of Contents কুসংসর্গও চরিত্রহীনতার অন্যতম কারণ। সারাংশ: কুসংসর্গও চরিত্রহীনতার অন্যতম কারণ। কুসংসর্গও চরিত্রহীনতার অন্যতম কারণ। সঙ্গদোষে মানুষ পশুরও অধম হয়ে থাকে। এ জগতে যত লোকের অধঃপতন হয়েছে, অসৎ সংসর্গই তার কারণ। মানুষ সতর্ক থাকলেও কুসংসর্গে পড়ে নিজের অজ্ঞাতে পাপের পথে পরিচালিত হয়। কুসংসর্গ বলতে কেবল কুলোকের সংসর্গ নহে, কুচিন্তা, কদর্য পুস্তকাদি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *