HSC Exam Question – Bangla 1st Paper – Mymensingh 2024
ময়মনসিংহ বোর্ড ২০২৪
ছাত্রজীবনে আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত হন?
- ভাষা আন্দোলন
- স্বৈরাচার বিরোধী আন্দোলন
- স্বদেশি আন্দোলন
- বুদ্ধির মুক্তি আন্দোলন
সঠিক উত্তরঃ বুদ্ধির মুক্তি আন্দোলন
মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কী বলে মনে হয়েছে?
- অসহ্য যন্ত্রণা
- স্রেফ উৎপাত
- অসহ্য অত্যাচার
- অমানবিক অত্যাচার
সঠিক উত্তরঃ স্রেফ উৎপাত
আপদ আছে, জানি আঘাত আছে,
তাই জেনে তো বক্ষে পরাণ নাচে।
উদ্দীপকের সঙ্গে ‘আঠারো বছর বয়স’ কবিতার যে চরণের ভাবের সাথে মিল রয়েছে-
i .দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার
ii. প্রাণ দেওয়া-নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য
iii. বিপদের মুখে এ বয়স অগ্রণী
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
সঠিক উত্তরঃ ii ও iii
‘প্রতিদান’ কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে?
- দুঃখের
- দীঘল
- শংকার
- শীতের
সঠিক উত্তরঃ দীঘল
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবি বলে গেছেন-
i. উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা
ii. প্রবহমান নদীর কথা
iii. উজ্জ্বল জানালার কথা
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
সঠিক উত্তরঃ i, ii ও iii
এই ‘পৃথিবীতে দরিদ্র জনসংখ্যাই বেশি। এই দরিদ্র জনগোষ্ঠীর নিত্যসঙ্গী দুঃখ-দারিদ্র্য। নিজেদের দারিদ্র্য বিমোচনের জন্য চেষ্টা না করে তারা প্রায়ই হাত পাতে ধনী দেশগুলোর কাছে।
উদ্দীপকে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
- মর্যাদা সচেতনতা
- বিবেকবোধ জাগ্রত করা
- আত্মমর্যাদার বিষয়ে অবহেলা
- মানবিক চেতনার বিকাশ
সঠিক উত্তরঃ আত্মমর্যাদার বিষয়ে অবহেলা
“ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান।”
এখানে ‘সে’ কে?
- কবিভক্ত
- কবির প্রিয়জন
- শীতঋতু
- বসন্ত ঋতু
সঠিক উত্তরঃ বসন্ত ঋতু
মালিক পক্ষের নিপীড়ন, শোষণ, বঞ্চনা থেকে মুক্তি ও বেতন বৃদ্ধির দাবিতে বাওয়ানি টেক্সটাইল মিলের শ্রমিকগণ আমরণ অনশন-ধর্মঘট শুরু করে। অত্যাচার ও শোষণের অবসান না হলে শ্রমিকরা আমৃত্যু অনশন চালিয়ে যাবে।
উদ্দীপকের মালিক পক্ষের সাথে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার কার সাথে মিল রয়েছে?
- পাকিস্তান সরকারের
- জেল কর্তৃপক্ষের
- রাজনীতিবিদদের
- কারা পুলিশের
সঠিক উত্তরঃ পাকিস্তান সরকারের
‘সোনার তরী’ কবিতায় মাঝির আচরণে কী প্রকাশ পেয়েছে?
- ছলনার অভিনয়
- চরম বাস্তবতা
- নির্বিকারত্ব ও নিরাসক্তি
- চপলতা
সঠিক উত্তরঃ নির্বিকারত্ব ও নিরাসক্তি
পলাশের বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যেতে বসল। তবে বাবার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনল।
উদ্দীপকের পলাশ চরিত্রের কোন বৈশিষ্ট্যটি ‘অপরিচিতা’ গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙত না?
- দায়িত্বজ্ঞান
- ব্যক্তিত্ববোধ
- সুশিক্ষা
- আনুগত্য
সঠিক উত্তরঃ ব্যক্তিত্ববোধ
নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ কী?
i. মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে
ii. মুক্তিযোদ্ধার সহযোগী সন্দেহে
iii. মুক্তিযোদ্ধা সন্দেহে
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
সঠিক উত্তরঃ i ও ii
“সেই ফুল আমাদেরই প্রাণ।”-
এখানে ‘ফুল’ বলতে বোঝানো হয়েছে-
- বাংলা ভাষা
- বাংলাদেশ
- একুশের কৃষ্ণচূড়া
- শহিদের রক্তের বুদবুদ
সঠিক উত্তরঃ বাংলা ভাষা
মহাজনের কাছ থেকে টাকা নিয়ে লতিফ একটি চায়ের দোকান দিয়েছে। সাপ্তাহিক সুদ দিতে দিতেই সে হয়রান। ব্যবসা তার লাটে উঠার অবস্থা। গ্রামে লতিফের মতো অনেকেই মহাজনের অত্যাচারে জর্জরিত। একদিন লতিফের নেতৃত্বে সবাই মহাজনের বিরুদ্ধে ফুসে উঠে।
উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
- প্রতিশোধ পরায়ণতা
- উচ্চশ্রেণির অত্যাচার
- বিদ্রোহী চেতনা
- অসাম্প্রদায়িকতা
সঠিক উত্তরঃ বিদ্রোহী চেতনা
মালিক পক্ষের নিপীড়ন, শোষণ, বঞ্চনা থেকে মুক্তি ও বেতন বৃদ্ধির দাবিতে বাওয়ানি টেক্সটাইল মিলের শ্রমিকগণ আমরণ অনশন-ধর্মঘট শুরু করে। অত্যাচার ও শোষণের অবসান না হলে শ্রমিকরা আমৃত্যু অনশন চালিয়ে যাবে।
উদ্দীপকের মূলভাব ‘বায়ান্নর দিনগুলো’ রচনার কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?
- মুক্তি দিলে খাব, না দিলে খাব না
- অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে।
- এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে?
- তাদের কথা হলো মরতে দিব না।
সঠিক উত্তরঃ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে।
শেফালির বাবা-মার মধ্যে সারাদিন ঝগড়া-দ্বন্দ্ব লেগেই থাকে। বাবা-মায়ের এই কাজে সে অতিষ্ঠ হয়ে গ্রামের চেয়ারম্যানের কাছে বিচার দেয়। চরিত্রহীন চেয়ারম্যানের লোলুপদৃষ্টি সেফালির পরিবারটিকে ধ্বংস করে দেয়।
উদ্দীপকের পরিবারের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন পরিবারের সাদৃশ্য রয়েছে?
- দুদু মিয়ার
- হাসুনির মায়ের
- আক্কাসের
- খালেক ব্যাপারীর
সঠিক উত্তরঃ হাসুনির মায়ের
আপদ আছে, জানি আঘাত আছে,
তাই জেনে তো বক্ষে পরাণ নাচে।
উদ্দীপকে আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?
- সাহসিকতা
- হীনম্মন্যতা
- শৃঙ্খলাবোধ
- নিশ্চয়তা
সঠিক উত্তরঃ সাহসিকতা
‘প্রতিদান’ কবিতার মূল উপজীব্য হলো-
i. ক্ষমাশীলতা
ii. উদারতা
iii. পরার্থপরতা
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
সঠিক উত্তরঃ i, ii ও iii
ঘসেটি বেগমের বাড়িতে হঠাৎ নবাব উপস্থিত হলে, সবাই-
i. অভিবাদন জানাল
ii. হকচকিয়ে গেল
iii. সতর্ক হলো
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
সঠিক উত্তরঃ ii ও iii
“সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক।”
এখানে কার কার একাট্টা হওয়ার কথা বোঝানো হয়েছে?
- মজিদ ও খালেক ব্যাপারীর
- জমিলা ও রহিমার
- তাহের ও কাদেরের
- মতলুব খাঁ ও আওয়ালপুরের পীরের
সঠিক উত্তরঃ মজিদ ও খালেক ব্যাপারীর
‘আমার পথ’ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে?
- পরাবলম্বন
- দেশপ্রেম
- সত্যের স্বরূপ
- ত্যাগের মহিমা
সঠিক উত্তরঃ সত্যের স্বরূপ
‘সোনার তরী’ কবিতায় কৃষককে তরীতে নিতে না চাওয়ার কারণ-
- অপরিচিত বলে
- তরীটি ছোট
- মঝি উদ্বিগ্ন থাকায়
- দুযোগের কারণে
সঠিক উত্তরঃ তরীটি ছোট
পলাশের বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যেতে বসল। তবে বাবার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনল।
উদ্দীপকের পলাশের বাবার আচরণ ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়?
- অনুপমের মামা
- শম্ভুনাথ সেন
- উকিল বাবু
- বিনুদা
সঠিক উত্তরঃ অনুপমের মামা
“আমি কিংবদন্তির কথা বলছি” কবিতায় যে কবিতা শুনতে জানে না, সে কী শুনবে?
- সমুদ্রের গর্জন
- ঝড়ের আর্তনাদ
- শ্বাপদের ভয়াবহতা
- অস্ত্রের ঝনঝনানি
সঠিক উত্তরঃ ঝড়ের আর্তনাদ
‘বিদ্রোহী’ কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি?
- অফিয়াস
- ইস্রাফিল
- নটরাজ
- চেঙ্গিস
সঠিক উত্তরঃ চেঙ্গিস
“সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তা?”
‘সিরাজউদ্দৌলা’ নাটকে উক্তিটি কার?
- মীরজাফর
- উমিচাঁদ
- জগৎশেঠ
- ঘসেটি বেগম
সঠিক উত্তরঃ মীরজাফর
‘লালসালু’ উপন্যাস প্রথম প্রকাশিত হয় কত সালে?
- ১৯৪৬
- ১৯৪৭
- ১৯৪৮
- ১৯৫০
সঠিক উত্তরঃ ১৯৪৮
“মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়িত।”
তৎকালীন থার্ড ক্লাস বর্তমান কোন শ্রেণি?
- সপ্তম
- অষ্টম
- নবম
- দশম
সঠিক উত্তরঃ অষ্টম
‘সিরাজউদ্দৌলা’ নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি?
- ফোর্ট উইলিয়াম জাহাজ
- নবাবের দরবার
- ঘসেটি বেগমের বাড়ি
- ফোর্ট উইলিয়াম দুর্গ
সঠিক উত্তরঃ ফোর্ট উইলিয়াম দুর্গ
‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
- ভারতী
- সবুজপত্র
- মাসিক মোহাম্মদী
- পূর্বাশা
সঠিক উত্তরঃ পূর্বাশা
‘মাসি-পিসি’ গল্পে প্রকাশ পেয়েছে-
i. নারীর লাঞ্ছনার চিত্র
ii. তৎকালীন সমাজ বাস্তবতা
iii. প্রান্তিক জীবনের অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
- i ও ii
- i ও iii
- ii ও iii
- i, ii ও iii
সঠিক উত্তরঃ i, ii ও iii