সাধারন জ্ঞানঃ পর্ব ৮

Table of Contents

সাধারন জ্ঞান

দেশে ১ম বারের মত ‘ হিউম্যান মিল্ক ব্যাংক ‘ যাত্রা শুরু করে

উত্তরঃ ১ ডিসেম্বর ২০১৯।

ডিজিটাল নিরাপত্তা এজেন্সী গঠন করা হয় কবে?

উত্তরঃ ৫ ডিসেম্বর ২০১৯।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫ম ও ৬ষ্ঠ ড্রিমলাইনার এবং বিমানের মোবাইল অ্যাপস উদ্ধোধন হয় কবে?

উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০১৯।

বর্তমানে দেশে দারিদ্রের হার কত?

উত্তরঃ ২০.৫%।

বর্তমানে দেশে চরম দারিদ্রের হার কত?

উত্তরঃ ১০.৫%।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (CVF) পরবর্তী সভাপতি কে?

উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা (দায়িত্বগ্রহণ ২০২০)।

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত?

উত্তরঃ ২৯ তম ( ২০১৮ তে ছিল ২৬ তম)।

জাতিসংঘে বাংলাদেশের ২য় নারী স্থায়ী প্রতিনিধি কে?

উত্তরঃ রাবাব ফাতিমা ( দায়িত্ব গ্রহণ – ২৯ নভেম্বর ২০১৯)।

১৯ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ‘অসমাপ্ত আত্মজীবনী ‘ মোট অনূদিত হয় কতটি ভাষায়?

উত্তরঃ ১৩ টি ভাষায়।

‘অসমাপ্ত আত্মজীবনী ‘ সর্বশেষ অনূদিত হয়েছে কোন ভাষায়?

উত্তরঃ ইতালি ভাষায়।

ইতালি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী ‘ অনুবাদ করেছেন কে?

উত্তরঃ আন্না কোক্কিয়ারেল্লা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বর্তমান ড্রিমলাইনার কয়টি?

উত্তরঃ ৬ টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫ম ও ৬ষ্ঠ ড্রিমলাইনারের নাম কি?

উত্তরঃ সোনার তরী ও অচিন পাখি।

বর্তমানে বগুড়া জেলা ইউনিয়নের সংখ্যা কতটি?

উত্তরঃ ১০৯ টি ( সর্বশেষ সুখানপুকুর)।

বাংলাদেশের নতুন একটি কনস্যুলেট অফিস স্থাপিত হচ্ছে?

উত্তরঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কূটনীতিক মিশন রয়েছে কয়টি?

উত্তরঃ ৩ টি।

মুজিববর্ষ উদযাপনের কাউন্টডাউন/ক্ষণগণনা শুরু হয় কবে?

উত্তরঃ ১০ জানুয়ারি ২০২০।

মুজিববর্ষের বছরব্যাপী আনুষ্ঠানিক উদ্ধোধন হয় কবে?

উত্তরঃ ১৭ মার্চ ২০২০ রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে।

মুজিববর্ষ উপলক্ষে প্রকাশিত হয় কত টাকার নোট?

উত্তরঃ ২০০ টাকার স্মারক নোট।

বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে কোন সংস্থা?

উত্তরঃ ইউনেস্কো।

মুজিববর্ষ উদযাপিত হবে বিশ্বের কতটি দেশে?

উত্তরঃ ১৯৩ টি দেশে।

১৭ মার্চ ২০২০- ১৭ মার্চ ২০২১ পর্যন্ত মুজিববর্ষের বিশ্বস্বীকৃতি দেয় কোন সংস্থ্যা?

উত্তরঃ ইউনেস্কো।

‘বঙ্গবন্ধু কর্ণার ‘ নামে ২০২০ সাল থেকে একটি পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে কোন সংস্থা?

উত্তরঃ ইউনেস্কো।

বর্তমানে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?

উত্তরঃ ৩৩৯ জন।

স্বল্প মূল্যে ডিম থেকে বাচ্চা ফুটানোর অত্যাধুনিক যন্ত্র (ইনকিউবেটর) আবিস্কার করেছেন কে?

উত্তরঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক।

বিইউ শিম-৪ নামের নতুন এক জাতের শিম উদ্ভাবন করেছে কে?

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ।

পুদিনার উচ্চফলনশীল দুটি জাত ‘বারি পুদিনা-১ ও বারি পুদিনা-২’ উদ্ভাবন করেছেন কে?

উত্তরঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (BARI) বিজ্ঞানীরা।

‘বারি ফিরিঙ্গি-১’ নামের মসলার নতুন এক জাত উদ্ভাবন করেছেন কে?

উত্তরঃ বগুড়া মসলা গবেষণা কেন্দ্রে কর্মরত কর্মকর্তা শামসুন্নাহার মাহমুদার নেতৃত্বে ৮জন কৃষিবিজ্ঞানী।

সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পিঁয়াজের বিকল্প হিসেবে আবিস্কার করেছেন কোনটি?

উত্তরঃ বারি চিভ -১।

দেশীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত শজিনার ১ম জাতের নাম কি?

উত্তরঃ বারি শজিনা-১।

‘বারি শজিনা-১’ নামের শজিনার নতুন এক জাত উদ্ভাবন করেছেন কে?

উত্তরঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (BARI) বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ারা আক্তারের নেতৃত্বে ৫ সদস্যের এক গবেষক।

১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান মারা যান কবে?

উত্তরঃ ৬ ডিসেম্বর ২০১৯।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মারা যান কত তারিখে?

উত্তরঃ ২০ ডিসেম্বর ২০১৯।

সিলেটে অবস্থিত শহীদ মিনার ‘এক স্থাপনায় সব মা’ এর স্থপতি কে?

উত্তরঃ রাজন দাস।

২৬ ফুট বিশিষ্ট বিশ্বের সর্ববৃহৎ একতারা ভাস্কর্য অবস্থিত কোথায়?

উত্তরঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা শহরের আইজুদ্দিন মোড়ে।

মৎস্য সংকটসহ বিভিন্ন বিষয়ে গবেষণার উদ্দেশ্যে ‘কাপ্তাউ হ্রদে’ নামানো গবেষণা তরীর নাম কি?

উত্তরঃ সিভাসু রিসার্চ ভেসেল।

গবেষকরা ২৫০০ বছর আগের ‘জাপোনিকা জাতের’ ধান চাষের প্রমাণ পান কোথায়?

উত্তরঃ নরসিংদীর উয়ারী- বটেশ্বরে।

দেশে ১ম বারের মত শরিয়াভিত্তিক মোবাইল ব্যাংকিং সেবা ‘ইসলামিক ওয়ালেট’ চালু করেছে কোন প্রতিষ্ঠান?

উত্তরঃ আল আরাফাহ ইসলামী ব্যাংক (১১ ডিসেম্বর ২০১৯)।

১ম বারের মত দেশে ‘জাতীয় বস্ত্র দিবস’ পালিত হয় কবে?

উত্তরঃ ৪ ডিসেম্বর।

বাংলাদেশ – চেক প্রজাতন্ত্রের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি সাক্ষরিত হয় কবে?

উত্তরঃ ১১ ডিসেম্বর ২০১৯।

বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশের অবস্থান কত তম?

উত্তরঃ ৫০তম।

বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত তম?

উত্তরঃ ৮৩তম।

বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত তম?

উত্তরঃ ১৩৫ তম।

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত তম?

উত্তরঃ ৩১তম।

বৈশ্বিক জাতীয়তার মান সূচকে বাংলাদেশ অবস্থান কত তম?

উত্তরঃ ১৩৭ তম।

বৈশ্বিক নারী উদ্যোক্তা সূচকে ৫৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ ৫৭ তম।

দূষণজনিত মৃত্যুতে সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ ৬ষ্ঠ (২,০৭,৯২২ জন)।

বায়ু দূষণজনিত মৃত্যুতে সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ ৫ম ( ১,২২,৭৩৪ জন)।

দেশি কাপড় তৈরিতে শীর্ষ জেলা কোনটি?

উত্তরঃ নরসিংদী।

দেশে উৎপাদিত কাপড় বিক্রির সবচেয়ে বড় পাইকারি হাট কোথায়?

উত্তরঃ শেখেরচর – বাবুরহাট ( নরসিংদী)।

Views: 38 Views
❤️ 0
👎 0
😢 0
😡 0

Leave a Reply

Scroll to Top