You are currently viewing All Job Prepration: Model Test – 04
JOB PREPRATION Model Test 4

All Job Prepration: Model Test – 04

All Job Prepration: Model Test – 04

১. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?

  1. অমাবস্যার চাঁদ, আকাশকুসুম
  2. বকধার্মিক, বিড়াল তপস্বী
  3. বকধার্মিক, ভিজে বেড়াল
  4. রুই-কাতলা, কেউ কেটা

২. ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?

  1. ক্লান্তিহীন
  2. অক্লান্ত
  3. অক্লান্ত কর্মী
  4. অবিশ্রাম

৩. “বনফুল’ কার ছদ্মনাম?

  1. প্রমথ চৌধুরী
  2. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  3. যতীন্দ্রমোহন বাগচী
  4. মোহিতলাল মজুমদার

 ৪. বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?

  1. উনিশ
  2. কুড়ি
  3. একুশ
  4. বাইশ

৫. চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?

বাংলা + ফারসি

ফারসি + আরবি

সংস্কৃত + ফারসি

সংস্কৃত + আরবি

৬. কোন বানানটি শুদ্ধ?

  1. গননা
  2. গনণা
  3. গণনা
  4. গণণা

৭. সাহিত্য সম্রাট কে?

  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর

৮. ‘অহরহ’ শব্দের সন্ধি জ্ঞাপক–

  1. অহ + রহ
  2. অহঃ + হ
  3. অহঃ + রহ
  4. অহঃ + অহ

৯. ‘বাবা’ শব্দের উৎস ভাষা—

  1. ফারসি
  2. আরবি
  3. তুর্কি
  4. পর্তুগিজ

১০. ঊনসত্তরের  গণঅভ্যুত্থানকেন্দ্রিক উপন্যাস—

  1. সংশপ্তক
  2. অনেক ‘সূর্যের আশা
  3. চিলে কোঠার সেপাই
  4. সূর্য সবুজ রক্ত

১১. ‘আহ্বায়ক’ শব্দের প্রমিত উচ্চারণ-

  1. আওভায়োক্
  2. আহব্বায়ক
  3. আওভায়ক্
  4. আহোব্বায়োক

১২. মাইকেল মধুসূদন দত্তের ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ একটি—

  1. পত্রকাব্য
  2. কাহিনীকাব্য
  3. মহাকাব্য
  4. খণ্ড কবিতার সংকলন

১৩. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়?

  1. রাজা
  2. দুই বোন
  3. চিরকুমার সভা
  4. তাসের দেশ

১৪. ‘আকস্মিক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  1. হঠাৎ
  2. তিরোভাব
  3. চিরন্তন
  4. স্থির

১৫. ‘হারামনি’ কোন সমাস (হারিয়েছে যে মনি)?

  1. তৎপুরুষ
  2. বহুব্রীহি
  3. কর্মধারয়
  4. অব্যয়ীভাব

১৬. পড়াশোনায় মন দাও— বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  1. কর্তায় ৭মী
  2. অপাদানে শূন্য
  3. কর্মে ৭মী
  4. অধিকরণে ৭মী

১৭. বাংলা সাহিত্যের প্রাচীন ঐতিহাসিক নিদর্শন কোনটি?

  1. শ্ৰীকৃষ্ণকীর্তন
  2. চর্যাপদ
  3. বৈষ্ণব পদাবলী
  4. মনসামঙ্গল

১৮. “তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।” –কোন কবির রচনা?

  1. আলাওল
  2. সৈয়দ সুলতান
  3. আমির হামজা
  4. আবদুল হাকিম

১৯. নিচের কোনটি জহির রায়হানের রচনা?

  1. রুপার কৌটা
  2. পদ্মার পলিদ্বীপ
  3. রক্তাক্ত প্রান্তর
  4. আরেক ফাল্গুন

২০. ভাষার মূল উপাদান কি?

  1. বাক্য
  2. শব্দ
  3. ধ্বনি
  4. বর্ণ

২১. Neither Rimi nor Simi _____ qualified for the job.

  1. are
  2. is
  3. were
  4. had

22. I cannot ____ to pay such high prices.

  1. Able
  2. but
  3. try
  4. afford

২৩. Correct synonym for the word ‘insane’.

  1. crazy
  2. stupid
  3. senseless
  4. indolent

২৩. Maiden speech means –

  1. Late Speech
  2. Final Speech
  3. Early Speech
  4. First Speech

২৫. নিচের কোন wordটি একই সাথে noun ও verb ?

  1. advice
  2. practice
  3. belief
  4. brush

২৬. ‘Laugh’ শব্দটির Noun হচ্ছে—

  1. Laugh
  2. Laughing
  3. Laughable
  4. Laughter

27. ‘All at once’ phraseটির অর্থ হলো—

  1. Suddenly
  2. Slowly
  3. Quickly
  4. Gradually

২৮. ‘referendum’-এর plural form কী?

  1. referenda
  2. referendums
  3. referendy
  4. referendies

২৯. Three-fourths of the work finished.

  1. have been
  2. had
  3. has been
  4. were

30. He has been from ill ____ Friday last.

  1. on
  2. in
  3. Since
  4. from

31. Which sentence is correct?

  1. I wish I was as tall as my brother.
  2. I wish I was as tall as my brother was.
  3. I wish I were as tall as my brother.
  4. I wish I am as tall as brother.

৩২. ‘Joy’ এর Adjective___

  1. Joyous
  2. Joyful
  3. Enjoy
  4. Enjoyment

৩৩. সঠিক imperative sentence __

  1. Stand up
  2. I shall go to school
  3. It is raining
  4. I did it

৩৪. কোনটি masculine gender?

  1. Cow
  2. Bitch
  3. Ox
  4. Nun

৩৫. The word ‘independence’ is

  1. a verb
  2. a noun
  3. a preposition
  4. an adjective

৩৬. Which is the correct spelling?

  1. comitment
  2. commitmant
  3. commitment
  4. committment

৩৭. ‘Never tell a lie-এর পরিবর্তিত voice হচ্ছে—

  1. Let not a lie ever be called
  2. Let a lie never be told
  3. Let a lie not ever be told
  4. Let never be told a lie

৩৮. ‘The man said, “Good morning my friends”- Indirect speech—

  1. The man bade his friends good morning
  2. The man wished his friends good morning
  3. The man had told his friends good morning
  4. The man wishes his friends good morning

৩৯. Which one is correct sentence?

  1. He gave me a piece of advice.
  2. I has went home.
  3. He applied for free ship.
  4. The meat is hard

৪০. কোন বাক্যটি ভুল?

  1. He came this morning
  2. Asad is sick
  3. Anis told me a liar
  4. Put your sign here

৪১. ৭ জন শ্রমিক ৭ দিনে ৭টি রিকশা তৈরি করতে পারে। ৫ জন শ্রমিকের ৫টি রিকশা তৈরি করতে কতদিন লাগবে?

  1. ৩১ দিন
  2. ৫ দিন
  3. দিন
  4. ৩৫ দিন

৪২. ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান?

  1. ০.০০১
  2. ০.০১
  3. ০.১

৪৩. নিচের কোনটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল?

  1. ২৯
  2. ৪৬
  3. ৫৭
  4. ৯২

৪৪. নিচের কোনটি x2 – y2 + 2y – 1 এর একটি উৎপাদক?

  1. x+y+1
  2. x-y-1
  3. x+y-1
  4. x-y

৪৫. যদি n এবং p অযুগ্ম সংখ্যা হয় তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম হবে?

  1. n+p
  2. np
  3. np +2
  4. n+p+1

৪৭. যদি a + b = √7 এবং b = a – √3 হয়, তবে ab = কত?

  1. √21
  2. 2
  3. 1
  4. 2√10

৪৮. একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিমি বেগে চলে। ১০০ মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে?

  1. ৬০ সেকেন্ড
  2. ১ সেকেন্ড
  3. সেকেন্ড
  4. ০.৬ সেকেন্ড

৪৯. ১২টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?

  1. ২০%
  2. ১৫%
  3. ৩০%
  4. ২৫%

৫০. একটি ঘরের দৈর্ঘ্য ২৭ মিটার ও প্রস্থ ১৮ মিটার হলে, ঘরের মেঝের ক্ষেত্রফল হবে-

  1. ৩০০ বর্গমিটার
  2. ৪০০ বর্গমিটার
  3. ৪৮৬ বর্গমিটার
  4. ৯০০ বর্গমিটার

৫১. একটি খালি সুইমিং পুলে ৫,৭৬০ গ্যালন পানি ধরে। প্রতি মিনিটে ১২ গ্যালন পানি দিয়ে পূর্ণ করলে সম্পূর্ণ সুইমিং পুল পূর্ণ হতে কত ঘণ্টা সময় লাগবে?

  1. ২০
  2. ১২
  3. ৭২০

৫২. ১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬, ধারাটির পরের পদটি কত?

  1. ১৫৪
  2. ১৮৪
  3. ২০২
  4. ১৯২

৫৩. একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?

  1. ১:৯
  2. ৯:
  3. ১০:১
  4. ২৫:১

৫৪. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পিতার বয়স ৪8 বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?

  1. ৫০ বছর
  2. ৫৫ বছর
  3. ৬০ বছর
  4. ৬৫ বছর

৫৫. ১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?

  1. ২৪০ ডিগ্রি
  2. ১০০ ডিগ্রি
  3. ৮০ ডিগ্রি
  4. ৬০ ডিগ্রি

৫৬. ৩ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

  1. ৩টি
  2. ৯টি
  3. ১১টি
  4. ২৫টি

৫৭. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

  1. ১৪১
  2. ২৪৮
  3. ১৭০
  4. ৮৯

৫৮. ১০% হার মুনাফায় কত টাকার ৪ বৎসরের সুদ ১৪০ টাকা ?

  1. ৩০০ টাকা
  2. ৩৫০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৪৫০ টাকা

৫৯. log10 x = 3 হলে, x এর মান কত?

  1. 1
  2. 10
  3. 100
  4. 1000

৬০. x : y = 5 : 6, y : z = 7 : 8 হলে, x y z = কত ?

  1. 5:6:8
  2. 35:42:48
  3. 35:42:40
  4. 40:42:48

৬১. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস ?

  • অক্সিজেন
  • নাইট্রোজেন
  • কার্বন ডাই-অক্সাইড
  • হাইড্রোজেন

৬২. কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙল বলা হয়?

  1. ব্যাঙ
  2. ষাঁড়
  3. মহিষ
  4. কেঁচো

৬৩. কোনো ই-মেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে?

  1. $
  2. #
  3. &
  4. @

৬৪. কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়?

  1. লেবানন
  2. কাতার
  3. ইয়েমেন
  4. কাজাখস্তান

৬৫. কর আদায়ের দায়িত্ব কার?

  1. জাতীয় রাজস্ব বোর্ড
  2. বাংলাদেশ ব্যাংক
  3. বাণিজ্যিক ব্যাংক
  4. অর্থ মন্ত্রণালয়

৬৬. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে?

  1. তাজউদ্দীন আহমদ
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. অধ্যাপক ইউসুফ আলী
  4. মনসুর আলী

৬৭. ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী হয়েছিল?

  1. ১২৫৫ সালে
  2. ১৬১০ সালে
  3. ১৯০৫ সালে
  4. ১৯৪৭ সালে

৬৮. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র কোনটি?

  1. ব্যারোমিটার
  2. সিসমোগ্রাফ
  3. ম্যানোমিটার
  4. গ্যাসকোমিটার

৬৯. সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে

  1. একটি প্লাবনভূমি
  2. একটি খেলার মাঠ
  3. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
  4. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম

৭০. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধি লাভ করে কতজন?

  1. ৭ জন
  2. ১৭৫ জন
  3. ৬৮ জন
  4. ৪২৬ জন

৭১. বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি?

  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি

৭২. কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল?

  1. মিশর
  2. চীন
  3. গ্রীস
  4. রোম

৭৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় কবে?

  1. ১৫ ডিসেম্বর ১৯৭২
  2. ২২ ডিসেম্বর ১৯৭৪
  3. ১৬ ডিসেম্বর ১৯৭২
  4. ১৬ ডিসেম্বর ১৯৭১

৭৪. খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?

  1. ময়মনসিংহ
  2. নেত্রকোনা
  3. সিলেট
  4. পার্বত্য চট্টগ্রাম

৭৫. বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?

  1. রাজশাহী
  2. বগুড়া
  3. দিনাজপুর
  4. ঢাকা

৭৬. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি?

  1. কুতুবদিয়া
  2. মহেশখালী
  3. ভোলা
  4. নিঝুম দ্বীপ

৭৭. কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ হতে পৃথক করেছে?

  1. মালাক্কা
  2. বেরিং
  3. বসফরাস
  4. ডোভার

৭৮. ইন্টারপোলের সদর দফতর কোথায় অবস্থিত?

  1. রোম
  2. জেনেভা
  3. লিও
  4. ওয়ারশ

৭৯. সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা কত?

  1. ৫৭ বছর
  2. ৫৮ বছর
  3. ৫৯ বছর
  4. ৬০ বছর

৮০. ব্লগিং-এর জনক বলা হয় কাকে?

  1. পিটার মেরহোলজ
  2. প্যাট্রিসিয়া ইভান্‌স
  3. ইভান উইলিয়ামস
  4. আরিফ জেবতিক
Views: 12 Views
❤️ Love (0)
😂 Haha (0)
😢 Sad (0)
😡 Angry (0)

Leave a Reply