All Job Prepration: Model Test – 04
১. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
- অমাবস্যার চাঁদ, আকাশকুসুম
- বকধার্মিক, বিড়াল তপস্বী
- বকধার্মিক, ভিজে বেড়াল
- রুই-কাতলা, কেউ কেটা
২. ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
- ক্লান্তিহীন
- অক্লান্ত
- অক্লান্ত কর্মী
- অবিশ্রাম
৩. “বনফুল’ কার ছদ্মনাম?
- প্রমথ চৌধুরী
- বলাইচাঁদ মুখোপাধ্যায়
- যতীন্দ্রমোহন বাগচী
- মোহিতলাল মজুমদার
৪. বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
- উনিশ
- কুড়ি
- একুশ
- বাইশ
৫. চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
বাংলা + ফারসি
ফারসি + আরবি
সংস্কৃত + ফারসি
সংস্কৃত + আরবি
৬. কোন বানানটি শুদ্ধ?
- গননা
- গনণা
- গণনা
- গণণা
৭. সাহিত্য সম্রাট কে?
- মাইকেল মধুসূদন দত্ত
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
৮. ‘অহরহ’ শব্দের সন্ধি জ্ঞাপক–
- অহ + রহ
- অহঃ + হ
- অহঃ + রহ
- অহঃ + অহ
৯. ‘বাবা’ শব্দের উৎস ভাষা—
- ফারসি
- আরবি
- তুর্কি
- পর্তুগিজ
১০. ঊনসত্তরের গণঅভ্যুত্থানকেন্দ্রিক উপন্যাস—
- সংশপ্তক
- অনেক ‘সূর্যের আশা
- চিলে কোঠার সেপাই
- সূর্য সবুজ রক্ত
১১. ‘আহ্বায়ক’ শব্দের প্রমিত উচ্চারণ-
- আওভায়োক্
- আহব্বায়ক
- আওভায়ক্
- আহোব্বায়োক
১২. মাইকেল মধুসূদন দত্তের ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ একটি—
- পত্রকাব্য
- কাহিনীকাব্য
- মহাকাব্য
- খণ্ড কবিতার সংকলন
১৩. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়?
- রাজা
- দুই বোন
- চিরকুমার সভা
- তাসের দেশ
১৪. ‘আকস্মিক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- হঠাৎ
- তিরোভাব
- চিরন্তন
- স্থির
১৫. ‘হারামনি’ কোন সমাস (হারিয়েছে যে মনি)?
- তৎপুরুষ
- বহুব্রীহি
- কর্মধারয়
- অব্যয়ীভাব
১৬. পড়াশোনায় মন দাও— বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্তায় ৭মী
- অপাদানে শূন্য
- কর্মে ৭মী
- অধিকরণে ৭মী
১৭. বাংলা সাহিত্যের প্রাচীন ঐতিহাসিক নিদর্শন কোনটি?
- শ্ৰীকৃষ্ণকীর্তন
- চর্যাপদ
- বৈষ্ণব পদাবলী
- মনসামঙ্গল
১৮. “তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।” –কোন কবির রচনা?
- আলাওল
- সৈয়দ সুলতান
- আমির হামজা
- আবদুল হাকিম
১৯. নিচের কোনটি জহির রায়হানের রচনা?
- রুপার কৌটা
- পদ্মার পলিদ্বীপ
- রক্তাক্ত প্রান্তর
- আরেক ফাল্গুন
২০. ভাষার মূল উপাদান কি?
- বাক্য
- শব্দ
- ধ্বনি
- বর্ণ
২১. Neither Rimi nor Simi _____ qualified for the job.
- are
- is
- were
- had
22. I cannot ____ to pay such high prices.
- Able
- but
- try
- afford
২৩. Correct synonym for the word ‘insane’.
- crazy
- stupid
- senseless
- indolent
২৩. Maiden speech means –
- Late Speech
- Final Speech
- Early Speech
- First Speech
২৫. নিচের কোন wordটি একই সাথে noun ও verb ?
- advice
- practice
- belief
- brush
২৬. ‘Laugh’ শব্দটির Noun হচ্ছে—
- Laugh
- Laughing
- Laughable
- Laughter
27. ‘All at once’ phraseটির অর্থ হলো—
- Suddenly
- Slowly
- Quickly
- Gradually
২৮. ‘referendum’-এর plural form কী?
- referenda
- referendums
- referendy
- referendies
২৯. Three-fourths of the work finished.
- have been
- had
- has been
- were
30. He has been from ill ____ Friday last.
- on
- in
- Since
- from
31. Which sentence is correct?
- I wish I was as tall as my brother.
- I wish I was as tall as my brother was.
- I wish I were as tall as my brother.
- I wish I am as tall as brother.
৩২. ‘Joy’ এর Adjective___
- Joyous
- Joyful
- Enjoy
- Enjoyment
৩৩. সঠিক imperative sentence __
- Stand up
- I shall go to school
- It is raining
- I did it
৩৪. কোনটি masculine gender?
- Cow
- Bitch
- Ox
- Nun
৩৫. The word ‘independence’ is
- a verb
- a noun
- a preposition
- an adjective
৩৬. Which is the correct spelling?
- comitment
- commitmant
- commitment
- committment
৩৭. ‘Never tell a lie-এর পরিবর্তিত voice হচ্ছে—
- Let not a lie ever be called
- Let a lie never be told
- Let a lie not ever be told
- Let never be told a lie
৩৮. ‘The man said, “Good morning my friends”- Indirect speech—
- The man bade his friends good morning
- The man wished his friends good morning
- The man had told his friends good morning
- The man wishes his friends good morning
৩৯. Which one is correct sentence?
- He gave me a piece of advice.
- I has went home.
- He applied for free ship.
- The meat is hard
৪০. কোন বাক্যটি ভুল?
- He came this morning
- Asad is sick
- Anis told me a liar
- Put your sign here
৪১. ৭ জন শ্রমিক ৭ দিনে ৭টি রিকশা তৈরি করতে পারে। ৫ জন শ্রমিকের ৫টি রিকশা তৈরি করতে কতদিন লাগবে?
- ৩১ দিন
- ৫ দিন
- ৭ দিন
- ৩৫ দিন
৪২. ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান?
- ০.০০১
- ০.০১
- ০.১
- ১
৪৩. নিচের কোনটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল?
- ২৯
- ৪৬
- ৫৭
- ৯২
৪৪. নিচের কোনটি x2 – y2 + 2y – 1 এর একটি উৎপাদক?
- x+y+1
- x-y-1
- x+y-1
- x-y
৪৫. যদি n এবং p অযুগ্ম সংখ্যা হয় তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম হবে?
- n+p
- np
- np +2
- n+p+1
৪৭. যদি a + b = √7 এবং b = a – √3 হয়, তবে ab = কত?
- √21
- 2
- 1
- 2√10
৪৮. একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিমি বেগে চলে। ১০০ মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে?
- ৬০ সেকেন্ড
- ১ সেকেন্ড
- ৬ সেকেন্ড
- ০.৬ সেকেন্ড
৪৯. ১২টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?
- ২০%
- ১৫%
- ৩০%
- ২৫%
৫০. একটি ঘরের দৈর্ঘ্য ২৭ মিটার ও প্রস্থ ১৮ মিটার হলে, ঘরের মেঝের ক্ষেত্রফল হবে-
- ৩০০ বর্গমিটার
- ৪০০ বর্গমিটার
- ৪৮৬ বর্গমিটার
- ৯০০ বর্গমিটার
৫১. একটি খালি সুইমিং পুলে ৫,৭৬০ গ্যালন পানি ধরে। প্রতি মিনিটে ১২ গ্যালন পানি দিয়ে পূর্ণ করলে সম্পূর্ণ সুইমিং পুল পূর্ণ হতে কত ঘণ্টা সময় লাগবে?
- ২০
- ১২
- ৮
- ৭২০
৫২. ১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬, ধারাটির পরের পদটি কত?
- ১৫৪
- ১৮৪
- ২০২
- ১৯২
৫৩. একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?
- ১:৯
- ৯:১
- ১০:১
- ২৫:১
৫৪. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পিতার বয়স ৪8 বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?
- ৫০ বছর
- ৫৫ বছর
- ৬০ বছর
- ৬৫ বছর
৫৫. ১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?
- ২৪০ ডিগ্রি
- ১০০ ডিগ্রি
- ৮০ ডিগ্রি
- ৬০ ডিগ্রি
৫৬. ৩ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
- ৩টি
- ৯টি
- ১১টি
- ২৫টি
৫৭. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
- ১৪১
- ২৪৮
- ১৭০
- ৮৯
৫৮. ১০% হার মুনাফায় কত টাকার ৪ বৎসরের সুদ ১৪০ টাকা ?
- ৩০০ টাকা
- ৩৫০ টাকা
- ৪০০ টাকা
- ৪৫০ টাকা
৫৯. log10 x = 3 হলে, x এর মান কত?
- 1
- 10
- 100
- 1000
৬০. x : y = 5 : 6, y : z = 7 : 8 হলে, x y z = কত ?
- 5:6:8
- 35:42:48
- 35:42:40
- 40:42:48
৬১. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস ?
- অক্সিজেন
- নাইট্রোজেন
- কার্বন ডাই-অক্সাইড
- হাইড্রোজেন
৬২. কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙল বলা হয়?
- ব্যাঙ
- ষাঁড়
- মহিষ
- কেঁচো
৬৩. কোনো ই-মেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে?
- $
- #
- &
- @
৬৪. কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়?
- লেবানন
- কাতার
- ইয়েমেন
- কাজাখস্তান
৬৫. কর আদায়ের দায়িত্ব কার?
- জাতীয় রাজস্ব বোর্ড
- বাংলাদেশ ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
- অর্থ মন্ত্রণালয়
৬৬. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে?
- তাজউদ্দীন আহমদ
- সৈয়দ নজরুল ইসলাম
- অধ্যাপক ইউসুফ আলী
- মনসুর আলী
৬৭. ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী হয়েছিল?
- ১২৫৫ সালে
- ১৬১০ সালে
- ১৯০৫ সালে
- ১৯৪৭ সালে
৬৮. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র কোনটি?
- ব্যারোমিটার
- সিসমোগ্রাফ
- ম্যানোমিটার
- গ্যাসকোমিটার
৬৯. সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে
- একটি প্লাবনভূমি
- একটি খেলার মাঠ
- বঙ্গোপসাগরের একটি খাদের নাম
- ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
৭০. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধি লাভ করে কতজন?
- ৭ জন
- ১৭৫ জন
- ৬৮ জন
- ৪২৬ জন
৭১. বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
৭২. কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল?
- মিশর
- চীন
- গ্রীস
- রোম
৭৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় কবে?
- ১৫ ডিসেম্বর ১৯৭২
- ২২ ডিসেম্বর ১৯৭৪
- ১৬ ডিসেম্বর ১৯৭২
- ১৬ ডিসেম্বর ১৯৭১
৭৪. খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
- ময়মনসিংহ
- নেত্রকোনা
- সিলেট
- পার্বত্য চট্টগ্রাম
৭৫. বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
- রাজশাহী
- বগুড়া
- দিনাজপুর
- ঢাকা
৭৬. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি?
- কুতুবদিয়া
- মহেশখালী
- ভোলা
- নিঝুম দ্বীপ
৭৭. কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ হতে পৃথক করেছে?
- মালাক্কা
- বেরিং
- বসফরাস
- ডোভার
৭৮. ইন্টারপোলের সদর দফতর কোথায় অবস্থিত?
- রোম
- জেনেভা
- লিও
- ওয়ারশ
৭৯. সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা কত?
- ৫৭ বছর
- ৫৮ বছর
- ৫৯ বছর
- ৬০ বছর
৮০. ব্লগিং-এর জনক বলা হয় কাকে?
- পিটার মেরহোলজ
- প্যাট্রিসিয়া ইভান্স
- ইভান উইলিয়ামস
- আরিফ জেবতিক