Table of Contents
Toggleসাধারন জ্ঞান
বাংলাদেশ প্রসঙ্গ
জাতীয় বস্ত্র দিবস পালিত হয় কত তারিখে?
উত্তরঃ ৪ ডিসেম্বর।
ঢাকায় প্রস্তাবিত পাতাল রেলের দৈর্ঘ্য হবে কত কিঃ মিঃ ?
উত্তরঃ ২২ কিলোমিটার।
ভারতে বাংলাদেশ টেলিভিশনের ( BTV) সম্প্রচার শুরু হয় কবে?
উত্তরঃ ০২ সেপ্টেম্বর ২০১৯।
দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ কাপ্তাই, রাঙামাটি।
জাতীয় মানবাধিকার কমিশনের ( NHRC) ১ম নারী চেয়ারম্যান কে?
উত্তরঃ নাছিমা বেগম।
বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে মোট জাহাজের সংখ্যা কতটি?
উত্তরঃ ০৮ টি।
বাংলার অগ্রগতি, বাংলার অগ্রযাত্রা, বাংলার জয়যাত্রা, বাংলার অর্জন, বাংলার অগ্রদূত, বাংলার সমৃদ্ধি জাহাজগুলো কোথায় তৈরি?
উত্তরঃ চীনের।
জাতিসংঘে বাংলাদেশের ২য় নারী স্থায়ী প্রতিনিধি কে?
উত্তরঃ রাবাব ফাতিমা।
জাতিসংঘে বাংলাদেশের ১ম নারী স্থায়ী প্রতিনিধি কে?
উত্তরঃ ইসমাত জাহান।
বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তরঃ ১০৪ টি।
দেশের ১০৪ তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তরঃ ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি, নারায়ণগঞ্জ।
Views: 50 Views
❤️ 0
👍 0
👎 0
😢 0
😡 0